শিরোনাম
◈ অভিষিক্ত জাকিরের পর তামিমের বিদায়, চাপে বাংলাশে ◈ শপথ নিলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি ◈ ভিসানীতি কার্যকরের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন, আবারও জানালো যুক্তরাষ্ট্র ◈ মধ্যরাতে পাপনের বাসায় জরুরি বৈঠকে সাকিব-হাথুরু ◈ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ফাইনাল খেলা: ওবায়দুল কাদের ◈ গণতান্ত্রিক বিশ্ব থেকে সরকারের সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে: রিজভী ◈ আমিন বাজারে মঞ্চ ভাংচুর, বিএনপির সমাবেশ স্থগিত ◈ বিশ্বে সহিংসতাপ্রবণ দেশের তালিকায় বাংলাদেশ ২২ ও যুক্তরাষ্ট্র ৫০তম ◈ এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ জিতলো বাংলাদেশ নারী দল ◈ ডেঙ্গু সংকটে নতুন শঙ্কা জলাবদ্ধতা, নিয়ন্ত্রণে সজাগ ডিএনসিসি: সেলিম রেজা

প্রকাশিত : ৩০ মে, ২০২৩, ০৩:০৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৩, ০৩:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিলেট সিটি নির্বাচন: প্রার্থিতা ফিরে পেতে তিন মেয়রসহ ১৩ জনের আপিল 

এম এম লিংকন: রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা যায় , মেয়র পদে আপিল করেছেন- মোহাম্মদ আব্দুল মান্নান খান, মৌলানা জাহিদ উদ্দিন চৌধুরী, মো. শাহজাহান মিয়া। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।

গত ২৫ মে সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে ১১ মেয়র প্রার্থীর মধ্যে পাঁচ জনের মনোনয়ন বাতিল করা হয়। আর সংরক্ষিত ওয়ার্ডে ৮৯ প্রার্থীর মধ্যে ৫ জনের এবং সাধারণ ওয়ার্ডে ২৮৭ কাউন্সিলর প্রার্থী মধ্যে ৬ জনের মনোনয়ন বাতিল করেন রিটার্নিং অফিসার।

সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রার্থিতা ফিরে পেতে আপিল করেছেন ২নং সংরক্ষিত ওয়ার্ডের প্রার্থী জুমানা আক্তার জুঁই, ৩ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শ্যামলী সরকার, ৪নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তাহমিনা বেগম, ৫ নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আয়না বেগম, ৬নং সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী কামরুন নাহার চৌধুরী ।

সাধারণ কাউন্সিলরদের মধ্যে ২৮নং ওয়ার্ডে মো. ফখরুল ইসলাম, ৩৩নং ওয়ার্ডে আবু সাদেক মোহাম্মদ, খায়রুল ইসলাম চৌধুরী, ৩৪নং ওয়ার্ডে মাওলানা মো. রফিকুল ইসলাম, ৩৯ নং ওয়ার্ডে মো. শাহাব উ্দ্দীন লাল নিজেদের প্রার্থিতা ফিরে পেতে কমিশনে আপিল করেছেন।

এই সিটিতে বর্তমানে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের প্রার্থী মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম বাবুল, ইসলামী আন্দোলনের প্রার্থী হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জাকের পার্টির প্রার্থী মো. জহিরুল আলম, মোহাম্মদ আবদুল হানিফ কুটু (স্বতন্ত্র) ও মো. ছালাহ উদ্দিন রিমন (স্বতন্ত্র)।

সিসিক ভোটে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ১ জুন। প্রতীক বরাদ্দ ২ জুন। ২১ জুন নির্বাচনের ভোটগ্রহণ। এই সিটিতে ৪২ টি সাধারণ ওয়ার্ডে ভোটার সংখ্যা চার লাখ ৮৭ হাজার ৭৫৩ জন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়