এম এম লিংকন: নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউশনের (ইটিআই) মহাপরিচালক ( ডিজি) হলেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের যুগ্ম সচিবও জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামান। মঙ্গলবার (২৮ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক এসএম আসাদুজ্জামানকে ইটিআইয়ের মহাপরিচালক হিসেবে বদলি করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।
এমএল/এসবি২