শহীদুল ইসলাম: [২] ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই এসব প্রার্থীর ভাইভা শুরু হবে।
[৩] সূত্র জানিয়েছে, ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ ডিসেম্বর। এর পর প্রায় ১১ হাজার প্রার্থীর মৌখিক পরীক্ষা ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু করা হবে। ১৩ ডিসেম্বর প্রার্থীদের ভাইভা শুরু হতে পারে।
[৪] এর আগে, কৃষি কর্মকর্তা, উপ সহকারী ভূমি কর্মকর্তা, বিভিন্ন টেকনিক্যাল স্কুলের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলেও মৌখিক পরীক্ষা শুরু করা যায়নি। এসব প্রার্থীদের ভাইভা ডিসেম্বরের মাঝামাঝি শুরুর পরিকল্পনা করা হয়েছে।
[৫] এ বিষয়ে পিএসসি চেয়ারম্যান সোহরাব হোসাইন বলেন, ১২তম গ্রেড থেকে নিয়োগ প্রক্রিয়া পিএসসির অধীনে হয়। এ ধরনের প্রায় ১১ হাজার প্রার্থীর ভাইভা দ্রুত সময়ের মধ্যে শুরু করা হবে। ৪৫তম বিসিএসের লিখিত পরীক্ষা শেষ হওয়ার পরপরই এসব প্রার্থীর ভাইভা শুরু করা হবে। সম্পাদনা: তারিক আল বান্না
এসআই/টিএবি/একে
আপনার মতামত লিখুন :