শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ১০:৪২ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৫:২০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিজ ও পরিবারের নিরাপত্তা চেয়ে ইবি শিক্ষকের পৃথক ৩ আবেদন 

ইসলামী বিশ্ববিদ্যালয়

ইবি প্রতিনিধি: ব্যংক কর্মকর্তা সোহেল মাহমুদ কর্তৃক  হামলার শিকার হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান নিজ ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার, শিক্ষক সমিতি ও প্রক্টর বরাবর ৩টি পৃথক আবেদন করেছে। 

বুধবার (৭ জুন) বিকেলে লিখিতভাবে এ আবেদন করেন। একই সঙ্গে বিষয়টির সদ্য অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণেরও অনুরোধ করেন তিনি। 

আবেদন পত্রানুসারে, ২০২১ সাল থেকে পরিবারসহ হাউজিং ডি-৪৭০ নং বাসায় ভাড়ায় থাকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর ড. মোস্তাফিজুর রহমান। প্রতিদিনের মতো ৫:৫০ মিনিটে বাসার পাশে হাউজিং ডি-ব্লক এবং সি-ব্লকের মাঝামাঝি রাস্তায় তিনি  হাটছিলেন। এমতাবস্থায় সি ব্লকের (কুষ্টিয়া কৃষি কলেজের) সামনে আসা মাত্রই হাউজিং D- ব্লকের ১৬৭ নং প্লটের বাসিন্দা মোঃ সোহেল মাহমুদ তার ওপর অতর্কিত হামলা চালায় এবং শারীরিকভাবে আঘাত করে। সোহেল মাহমুদ অগ্রণী ব্যংক কুষ্টিয়ার চোরহাঁস শাখার প্রিন্সিপাল অফিসার। পরে সেখান থেকে ড. মোস্তাফিজ কোনো রকম নিজেকে রক্ষা করে তার সহকর্মী প্রফেসর ড. মো.কামরুল হাসান ও প্রফেসর ড. মো. আব্দুল বারীকে ফোন করে। তারা বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. শাহাদৎ হোসেন আজাদকে জানায়। 

পরে প্রক্টর সহকারী প্রক্টর ড. মো.হুমায়ুন শাহেদকে  তার কাছে পাঠালে তাঁর সহযোগীতায় কুষ্টিয়া সদর হাসপাতালে ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করানো হয় তাকে। কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা প্রদান করে পরবর্তী ব্যবস্থাপত্র দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেন । বর্তমানে তিনি ডাক্তারের তত্ত্বাবধানে বাসায় চিকিৎসাধীন আছে। হামলাকারী ওই ব্যাংক কর্মকর্তা প্রফেসর ড. মোস্তাফিজুর রহমানসহ পাঁচজন শিক্ষকের নির্মাণাধীন বিল্ডিং এর প্রতিবেশী।

এর আগে ৭ জুন ২০২২ ইং তারিখ আনুমানিক বিকেল ৬.৪৫ মিনিটে ড. মোস্তাফিজ ও তার সহকর্মী প্রফেসর ড. মো: আব্দুল বারী উক্ত সন্ত্রাসীর দ্বারা আক্রান্ত হয়েছিল বলে অভিযোগ তাদের। এ বিষয়ে বিস্তারিত জানিয়ে গত ৮ জুন ২০২২ ইং তারিখে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর তিনি লিখিত অভিযোগ প্রদান করে। সম্পাদনা: জেরিন 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়