শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ১১:১৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৩, ১১:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজে ছাত্র অধিকার কর্মীর উপর হামলার অভিযোগ

শহীদুল ইসলাম: সরকারি তিতুমীর কলেজ ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ সুমনকে মারধর ও নারীকর্মীকে হেনস্তার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজধানীতে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। সূত্র: ফেসবুক

সোমবার (২৯ মে) সন্ধায় পুরানো পল্টন গণঅধিকার পরিষদের কার্যালয় ‘প্রিতম জামান টাওয়ারের’ সামনে থেকে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লার নেতৃত্বে এ মশাল মিছিল বের করে ছাত্র অধিকার পরিষদ। পরে এতে বক্তব্য প্রদান করেন ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা বলেন, তিতুমীর কলেজে এর আগেও ছাত্রলীগ ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা করেছে, সোমবার আয়াত সুমন তার সামাজিক সংগঠনের ব্যানারে ক্যাম্পাসে ফুল দিতে গেলে তার ওপর অতর্কিত হামলা করে ছাত্রলীগ। এছাড়া তাকে ক্যাম্পাসে আর না যাওয়ারও হুমকী দেওয়া হয়।

এর আগে, দুপুর আনুমানিক আড়াইটার দিকে ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিনকে আটকে ফোন ছিনিয়ে নেয়া ও হেনস্তার অভিযোগ উঠেছে কলেজ ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম মারধরের ভিডিও পাওয়া গেছে।

ছাত্র অধিকার পরিষদ সূত্রে জানা যায়, কলেজের শহীদ বরকত মিলনায়তনে তিতুমীর কলেজ আর্ট ক্লাবের প্রদর্শনীতে নায়েক নূর ও তার সংগঠন ক্লিন অ্যান্ড গ্রিন ক্যাম্পাসের সদস্যরা ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে কলেজের মূল ফটকের বাইরে আসলে কলেজ ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াদ মুন্সীসহ কয়েকজন কলেজ ছাত্রলীগ কর্মী নূরের ওপর অতর্কিত হামলা করেন।

এতে কানে ও পায়ে আঘাত পান নূর। আহত অবস্থায় তাৎক্ষণিক ভুক্তভোগীকে মহাখালী বক্ষব্যাধি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে (নূর) সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।

কলেজ ছাত্র অধিকার পরিষদের নারী সদস্য সুমাইয়া শারমিন বলেন, নূরের ওপর হামলার ভিডিও করায় আমাকে প্রায় আধা ঘণ্টার মতো আটক করে রাখা হয়। মোবাইল কেড়ে নিয়ে ভিডিও, ছবিগুলো মুছে ফেলা হয়। অকথ্য ভাষায় গালাগাল করে আমাকে চারদিক থেকে ঘিরে ফেলে তারা। সম্পাদনা: নাহিদ হাসান

এসআই/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়