শিরোনাম

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৭:৫৬ বিকাল
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৯:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ফ‍্যাক্ট চেকিং শীর্ষক কর্মশালা 

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে নলেজ শেয়ারিং সেশন অন ফ‍্যাক্ট চেকিং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৫ মে) সিসিডি বাংলাদেশের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ৮ম তলায় ৮১৭ নম্বর রুমে এটি অনুষ্ঠিত হয়।

কর্মশালাটিতে ফ্যাক্ট চেকিংয়ের মাধ্যমে কিভাবে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অন‍্যান‍্য মাধ্যমের প্রকাশিত তথ‍্যের ফ‍্যাক্ট চেক করে তথ‍্যের সত‍্যতা যাচাই করা যায় সে বিষয়ে আলোচনা করা হয়। পাশাপাশি হাতে কলমে ফ‍্যাক্ট চেকিং শেখানো হয়। এছাড়াও বর্তমান সময়ে ফ‍্যাক্ট চেকিংয়ের গুরুত্ব তুলে ধরা হয়। 

কর্মশালাটি দুটি সেশনে বিভক্ত ছিল। এরমধ্যে প্রথম সেশনটি পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ইব্রাহীম বিন হারুন। এই সেশনে তিনি ফ‍্যাক্ট চেকিং কি, ফ‍্যাক্ট চেকিং কাদের জন‍্য, ফ‍্যাক্ট চেকিং কেন এত গুরুত্বপূর্ণ, মিসইনফরমেশন, ডিজইনফরমেশন এবং ম্যালইনফরমেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

দ্বিতীয় সেশনে বিভাগের প্রভাষক শেখ আবু রাইহান সিদ্দিকী তথ্যের ফ‍্যাক্ট চেক করার বিষয়গুলো হাতে কলমে (ব্যবহারিক) শেখান। এর মধ্যে ছিল ওয়েবসাইট, কন্টেন্ট, ছবি, ভিডিও ও ডোমেইন নেইম যাচাই করা এবং তথ্য সংরক্ষণ করাসহ যাবতীয় বিষয়।

কর্মশালায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয় প্রতিনিধিসহ প্রায় বিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়