শিরোনাম
◈ প্রতিটি জেলা শহরে শিশু হাসপাতাল স্থাপন করা হবে : স্বাস্থ্যমন্ত্রী ◈ অব্যাহত থাকবে তাপ প্রবাহ ◈ আমেরিকান ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দিচ্ছেন মেসি ◈ ঝড়ে ক্ষতিগ্রস্থ সঞ্চালন লাইন, আদানির বিদ্যুৎ সরবরাহ সাময়িক বন্ধ ◈ রম্য রচনার জন্য ডেইলি স্টারের কাছে মেয়র তাপসের ১শ কোটি টাকা ক্ষতিপূরণ ◈ লক্ষ্মীপুরে ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, নিহত ১ ◈ কথা বলতে পারছেন না সিরাজুল আলম খান  ◈ বর্তমানে ১৬ দশমিক ২৭ লাখ মেট্রিন টন খাদ্যশস্য মজুত রয়েছে: সংসদে প্রধানমন্ত্রী  ◈ কৃষি উন্নয়ন, খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে ৮৫ কোটি ৮০ লাখ ডলার দিল বিশ্বব্যাংক  ◈ শহর বাঁচাতে সিএস দাগ অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করতে হবে: মেয়র আতিক 

প্রকাশিত : ২৬ মে, ২০২৩, ০৪:১৬ দুপুর
আপডেট : ২৬ মে, ২০২৩, ০৪:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তায় দুর্ঘটনার শিকার বৃদ্ধ, প্রাণ বাঁচাতে এগিয়ে আসলো ছাত্রলীগ 

অপূর্ব চৌধুরী, জবি: পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্ক এলাকায় দুর্ঘটনার শিকার হন এক অজ্ঞাত বৃদ্ধ লোক। দীর্ঘক্ষণ রাস্তায় পড়ে থাকলেও এগিয়ে আসছিলো না কেউ। রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত সেই বৃদ্ধের প্রাণ বাঁচাতে এগিয়ে আসলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা,চিকিৎসার জন্য নিয়ে গেলেন হাসপাতালে। তাদের এই কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যপক প্রশংসায় ভাসছে।

জানা যায়, বৃহস্পতিবার বিকাল ৩টায় ভিক্টোরিয়া পার্ক এলাকায় রাস্তা পার হতে গিয়ে রাস্তার মাঝখানে জ্ঞান হারিয়ে ফেলেন এক বৃদ্ধ। ব্যস্ত সড়কে গাড়ির আঘাতে আহত হন তিনি। বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে থাকলেও এগিয়ে আসেনি কেউ। এই খবর পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের শুভ সাহা, রিফাত আব্দুল্লাহ, মেহেদী হাসান সিফাত সহ একদল কর্মী এগিয়ে আসেন বৃদ্ধের সাহায্যে। উদ্ধার করে নিয়ে যান 

স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে ওই বৃদ্ধকে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন ডাক্তাররা। পরবর্তীতে ছাত্রলীগ কর্মীরা পঙ্গু হাসপাতালে নিয়ে যান তাকে। 

এবিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা ও জবিস্থ সিরাজগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক শুভ সাহা বলেন, বিকাল ৩টার দিকে ক্যাম্পাসের গেটের সামনে দাঁড়িয়ে ছিলাম। কিছু ছোট ভাই এসে বলল ভাই একটা বয়স্ক মানুষ রাস্তায় পড়ে আছে। তার পায়ের উপর দিয়ে মনে হয় গাড়ি তুলে দিয়েছে, কেউ এগিয়ে আসছে না। এটা শোনা মাত্র সঙ্গে সঙ্গে আমি আর আমার বন্ধু সিফাত দুইজন দৌঁড়ে গিয়ে দেখি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের বিপরীত পাশে তাকে বাস চাপা দিয়ে চলে গেছে। এতে তার দুই পায়ে প্রচন্ড আঘাত লাগে।

তিনি আরও বলেন, ছাত্রলীগের রিফাত ভাইসহ আমরা কোতোয়ালি থানার পুলিশ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করি। তারপর পুলিশের গাড়িতে করে নিয়ে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এরপর ডাক্তাররা জরুরি ভিত্তিতে সেখান থেকে পঙ্গু হাসপাতালে নিয়ে যেতে বলে আমরা এম্বুল্যান্সে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করি।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়