শহীদুল ইসলাম: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০ খাতে নানা অনিয়ম ও দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থেকে শুরু করে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এর সঙ্গে জড়িত থাকার প্রমাণ পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এসব অনিয়ম ঠেকাতে বিশ্ববিদ্যালয়গুলোতে ৫৫ দফা সতর্কপত্র পাঠাচ্ছে ইউজিসি। মঙ্গলবার ইউজিসির সংশ্লিষ্ট সূত্র বিষয়টি জানায়। কালবেলা
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনিয়মগুলোর মধ্যে রয়েছে নিয়ম লঙ্ঘন করে ‘সেশন বেনিফিটের’ নামে চাকরিতে বহাল রাখা, ড্রাইভারদের টেকনিক্যাল অফিসার পদ দেখিয়ে যুগ্ম সচিব পদমর্যাদার সুবিধা প্রদান, উপাচার্যদের বাংলোতে বসবাস করেও বাড়ি ভাড়া নেওয়া, ঢাকায় রেস্ট হাউজ বা লিয়াঁজো অফিস স্থাপন, শিক্ষকদের বিধিবহির্ভূত ২০ শতাংশ বিশেষ ভাতা প্রদান ও অতিরিক্ত ইনক্রিমেন্ট, পঞ্চম গ্রেডের কর্মকর্তাদের তৃতীয় গ্রেডে বেতন প্রদান, গ্যাস-পানি ও বিদ্যুৎ বিলে ভর্তুকি নেওয়া, অভ্যন্তরীণ বিভিন্ন আয়ের সঠিক হিসাব প্রদান না করা, নিয়োগ বাণিজ্য, নির্মাণ ও সংস্কারসহ একাধিক অনিয়মের তথ্য পেয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। কালবেলা
এদিকে দেশের ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিক তুন নিয়ম করে বিশ্ববিদ্যালয়গুলোতে ৫৫ দফা সতর্কপত্র পাঠাবে ইউজিসি। ৫৫ দফা সতর্কপত্রের মধ্যে রয়েছে-চলতি অর্থবছরের সংশোধিত ও নতুন বছরের প্রাথমিক বাজেট যাচাই-বাছাইয়ে তালিকা প্রদান, প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আয়ের সর্বোচ্চ ৬০ শতাংশ ব্যয় ও বাকি ৪০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের তহবিলে জমা রাখার বাধ্যকতা।
এছাড়া ভর্তি, টিউশন, পরীক্ষা, ল্যাব টেস্ট, বিশেষ কোর্স, বেতন থেকে কর্তনাদি, সম্পত্তি থেকে লব্ধ অর্থ অবশ্যই নিজস্ব আয় হিসেবে বিশ্ববিদ্যালয়গুলোকে বাজেটে দেখাতে হবে, বিভিন্ন প্রকার ব্যয়ে প্রযোজ্য হারে ভ্যাট ও কর আদায় করতে হবে। জাগো নিউজ
এছাড়া কমিশনের অনুমতি ছাড়া কোনো খাতে বরাদ্দের অতিরিক্ত ব্যয় করা যাবে না। কোনো খাতে বাড়তি অর্থের দরকার হলে ইউজিসিকে অবহিত করতে হবে। অনুমোদিত জনবলের বাইরে কোনো প্রকার নিয়োগ করা যাবে না। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্তরা অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকেই উৎসব ও নববর্ষভাতা গ্রহণ করবেন।
ডেইলি ক্যাম্পাস জানায়, চুক্তিভিত্তিক প্রতিষ্ঠান থেকে গ্রহণ করতে হলে তাকে অঙ্গীকারনামা দিতে হবে যে, তিনি অবসরপ্রাপ্ত প্রতিষ্ঠান থেকে এসব ভাতা নেন না। এ ধরনের জনবলকে চুক্তিভিত্তিক প্রতিষ্ঠানে কনসোলিডেট পেমেন্ট ফিক্সেশনের সময়ে কোনোভাবেই উল্লিখিত দুই ভাতা অন্তর্ভুক্ত করা যাবে না। ইউজিসির অনুমোদন ছাড়া অ্যাডহক, দৈনিকভিত্তিক বা আউটসোর্সিং করা যাবে না। আর শূন্যপদে অনুমোদনের সর্বোচ্চ ২০ শতাংশ অনুমোদন সাপেক্ষে নিয়োগ করা যাবে।
জাগো নিউজ সূত্রে জানা যায়, পরিপত্রে আরো থাকছে, বিশ্ববিদ্যালয়ের কোয়ার্টার বা ডরমেটরিতে বসবাসরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বাসাভাড়া, বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি ক্ষেত্রে সরকারের প্রচলিত নিয়মে আদায় করতে হবে। সুবিধাভোগীর কাছ থেকে অন্যান্য (পানি, বিদ্যুৎ, গ্যাস) প্রকৃত বিল আদায় করতে হবে। কোনো ভর্তুকি দেওয়া যাবে না। পুরাতন যানবাহন পুনঃস্থাপন, জমি/ফ্ল্যাট ক্রয় কিংবা বাড়ি ভাড়া, পেনশন-বিধি ও আর্থিক বিষয়ে প্রণীত নীতিমালাসহ অন্যান্য অর্থ সংশ্লিষ্ট বিষয়গুলো অনুমোদনের জন্য ইউজিসিতে পাঠাতে হবে। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এসআই/এসএইচবি/এনএইচ
আপনার মতামত লিখুন :