শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪৯ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২৩, ১১:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবিতে নৃবিজ্ঞান এলামনাইয়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন

অপূর্ব চৌধুরী, জবি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ এলামনাই এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে মো. জাহিদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক হিসেবে রিয়াজ আহমেদ সজল দায়িত্বে আছেন। 

শনিবার (১৮ মার্চ) সংগঠনের সভাপতি মো. জাহিদুল ইসলাম সৈকত ও সাধারণ সম্পাদক রিয়াজ আহমেদ সজল সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্নাঙ্গ কমিটি গঠনের কথা জানানো হয়।

পূর্ণাঙ্গ কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক এর পাশাপাশি সাংগঠনিক সম্পাদক, অর্থ বিষয়ক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, গবেষণা বিষয়ক সম্পাদক, আইন বিষয়ক সম্পাদক, ক্রিড়া বিষয়ক  সম্পাদক, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, আপ্যায়ন বিষয়ক সম্পাদক এবং কার্যকরি সদস্য পদে মোট ৪৩ জনের নাম ঘোষণা করা হয়েছে। 

উল্লেখ্য গত ৩০ জানুয়ারি নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, জবির আংশিক কমিটি অনুমোদন করা হয় এবং অনুমোদিত আংশিক কমিটির নেতৃবৃন্দকে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য বলা হয়। এরই ধারাবাহিকতায় নৃবিজ্ঞান এলামনাই এসোসিয়েশন, জবির কর্মকাণ্ড গতিশীল করতে ও সকলের অংশগ্রহণ নিশ্চিত করে বিভাগের সাবেক ছাত্র-ছাত্রীদের একটি প্লাটফর্মে একত্রিত করে সাবেক ও বর্তমান সকল ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে কাজ করতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।

এমএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়