শিরোনাম
◈ কালরাত স্মরণে এক মিনিটের ‘ব্ল্যাক আউটে’ বাংলাদেশ ◈ নারায়ণগঞ্জে বঙ্গবন্ধু ও তাঁর মাকে নিয়ে কটূক্তি করায় বিএনপি নেতা আটক ◈ যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে টর্নেডোর আঘাতে ২৩ জনের মৃত্যু ◈ আওয়ামী লীগকে এবার ইফতার পার্টি না করার নির্দেশনা প্রধানমন্ত্রীর ◈ বাংলার সমৃদ্ধি ক্ষতিপূরণ পেল ২৩৭ কোটি টাকা ◈ আওয়ামী লীগের নেতৃত্বের ব্যর্থতায় ২৫ মার্চের গণহত্যা হয়েছিল: মির্জা ফখরুল ◈ দুবাইয়ে আরাভ খান আটক হওয়ার তথ্য জানা নেই: আইজিপি ◈ নারী অধিকার কর্মীদের প্রতি ‘কোমল’ মনোভাব দেখানোর জন্যে ১০ বিচারপতিকে মৃত্যুদণ্ড সৌদি সরকারের ◈ একাত্তরের গণহত্যার জন্য পাকিস্তানের কাছে ক্ষতিপূরণ দাবি ◈ গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে  সকলকে ভূমিকা রাখতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:২৫ রাত
আপডেট : ৩০ জানুয়ারী, ২০২৩, ১০:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জবি শিক্ষককে হত্যার হুমকির প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন 

জবি প্রতিনিধি: ডাকযোগে বেনামে এক চিঠির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও ভাষা শহীদ রফিক ভবনের সামনে মানববন্ধন করেন অর্ধ শতাধিক শিক্ষার্থী। 

মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, দেশে যারা মুক্তমনা ও প্রগতিশীলতার চর্চা করছে তাদেরকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে। অবিলম্বে এর সুষ্ঠু তদন্ত করে ঘটনার সুরাহা করতে হবে। এসময় শিক্ষককে নিরাপত্তা প্রদানের দাবি জানান শিক্ষার্থীরা। 

মানববন্ধনে অংশ নেয়া বাংলা বিভাগ ছাত্রলীগের সভাপতি তুষার মাহমুদ বলেন, একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে হত্যার হুমকির সাথে সাথে দেশরত্ন শেখ হাসিনা'কে নিয়ে যে বা যারা কটুক্তি করেছে তাদের ছাড় দেওয়া হবে না৷ তালেবান-পাকিস্তান এজেন্ডা বাস্তবায়ন করতে দেশের কিছু মানুষ এমন কাজ করছে। এ সন্ত্রাস-জঙ্গি বাহিনীকে নির্মূল করতে ছাত্র সমাজকে সজাগ থাকতে৷ এ ঘটনায় আমরা বাংলা বিভাগ ছাত্রলীগ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে এ ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার দাবী জানাচ্ছি।

বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সামি মাহমুদ বলেন, এ ধরনের কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের অনতিবিলম্বে খুঁজে বের করে দেশের প্রচলিত আইনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের শিক্ষক নিরাপত্তার জন্য প্রশাসনের উদ্যোগের প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, গত ২৯ জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাসাকে হত্যার হুমকি দিয়ে এবং বর্তমান সরকারের বিভিন্ন সমালোচনা করে বেনামে একটি চিঠি পাঠানো হয়। এর আগেও ২০১৪ সালে বর্তমান সরকারের উন্নয়ন নিয়ে কলাম লেখার কারণে এই শিক্ষককে হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

প্রতিনিধি/এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়