শিরোনাম
◈ ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা ৩৫ ◈ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু ◈ রাশিয়ায় শিশুকন্যা যুদ্ধবিরোধী  ছবি আঁকায় বাবার কারাদণ্ড ◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ আদালতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ◈ শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৩, ১১:২১ রাত
আপডেট : ২৭ জানুয়ারী, ২০২৩, ১১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জেইউ আর্থ সোসাইটির নতুন সভাপতি হিজবুল্লাহ আবির, সম্পাদক শুভ

তানভীর মোবারক, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) আর্থ সোসাইটির নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। 'পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টায়' স্লোগানকে ধারণ করে শুক্রবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমনরুমে বিকাল সাড়ে তিনটায় আয়োজিত অনুষ্ঠানে এই কমিটি ঘোষণা করা হয়।

২০২২-২৩ সেশনের কমিটিতে সভাপতি হয়েছেন পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭ তম ব্যাচের হিজবুল্লাহ আবির এবং সাধারণ সম্পাদক হয়েছেন ভূগোল ও পরিবেশ বিভাগের ৪৮ তম ব্যাচের মোঃ শুভ মাহমুদ। 

নতুন সভাপতি হিজবুল্লাহ আবির বলেন, স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। এই লক্ষ্যেই পরিবেশ সুরক্ষায় কাজ করে যাবে জাবি আর্থ-সোসাইটির নতুন কমিটি।

সাধারণ সম্পাদক শুভ মাহমুদ জানান, আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে, পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টা। আমাদের ৭০০ একরের পাশাপাশি পৃথিবীর পরিবেশ সুরক্ষায় যথাসম্ভব কাজ করার চেষ্টা করবো। 

এ সময় উপস্থিত ছিলেন উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাশহুরা শাম্মী, সদ্য বিদায়ী কমিটির সভাপতি রায়হান মুজিব উৎপল, সাধারণ সম্পাদক এম আবীর হাসান সহ আরও অনেকে।

প্রতিনিধি/এসএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়