শিরোনাম
◈ ইরানের ইস্পাহানে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ০৪ ডিসেম্বর, ২০২২, ১০:৩৭ রাত
আপডেট : ০৪ ডিসেম্বর, ২০২২, ১০:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইবি শাপলা ফোরামের নির্বাচন সম্পন্ন

ইবি সংবাদদাতা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল শিক্ষকদের সংগঠন শাপলা ফোরামের নির্বাচন সম্পন্ন হয়েছে। রবিবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মমতাজ ভবনে সকাল পৌনে ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

পরে ভোট গণনা শেষে রাত ৮টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করে শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা।

নির্বাচনে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ১৫ জন প্রার্থী জয়লাভ করেন। নির্বাচনে সর্বোচ্চ ভোট (১৬২) পেয়ে প্রথম হয়েছেন ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মামুনুর রহমান।
এছাড়া নির্বাচিত প্রার্থীগণ (যথাক্রমে) হলেন, ২য় অধ্যাপক ড. মিয়া মো. রাশিদুজ্জামান (১৪৪), ৩য় অধ্যাপক ড. মো. মাহবুবুল আরফিন (১৩৪), ৪র্থ মো. ইব্রাহিম আব্দুল্লাহ (১২১), ৫ম সহযোগী অধ্যাপক ড. মো. আনিছুর রহমান (১২১), ৬ষ্ঠ সহকারী অধ্যাপক ড. শাহেদ আহমেদ (১১৯), ৭ম অধ্যাপক ড. মোহা. জাহাঙ্গীর হোসেন (১১৭), ৮ম সহযোগী অধ্যাপক ড. মো. সাদেক আলী (১১৭), ৯ম অধ্যাপক ড. শেলিনা নাসরিন (১১৭), ১০ম সহযোগী অধ্যাপক জয়শ্রী সেন (১১৭), ১১তম অধ্যাপক ড. মো. রবিউল হোসেন (১১৬), ১২তম অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার (১১৬), ১৩তম সহযোগী অধ্যাপক ড. হোসাইন মো. ফারুকী (১১৫), ১৪তম অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান (১১৪), ১৫তম অধ্যাপক ড. মো. আতিকুর রহমান (১১৪) ভোট পেয়ে নির্বাচিত হয়।

শাপলা ফোরামের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের আহ্বায়ক অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন তাদের নিয়ে আমরা বসবো। তারা কমিটি গঠন করে দিলেই আমরা আগামীকাল ২টায় কমিটি ঘোষণা করবো।

উল্লেখ্য, শাপলা ফোরামের নির্বাচনে সর্বমোট ২২৫জন ভোটার ছিলেন। ভোট প্রদান করেন ২১৮জন ভোটার। 

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়