শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২২, ০৫:৫৫ বিকাল
আপডেট : ০৩ অক্টোবর, ২০২২, ০১:৩৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা, পরীক্ষা স্থগিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়

শাহাজাদা এমরান, কুমিল্লা : রাজনীতিমুক্ত হিসেবে আত্মপ্রকাশ করা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শনিবার কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ছাত্রলীগের ককটেল বিস্ফোরণ ও প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনায় অনির্দিষ্টকালের জন্য হল সমূহ বন্ধ, ১০ অক্টোবর থেকে শুরু হতে হওয়া পরীক্ষা স্থগিত এবং নিজস্ব পরিবহন ছাড়া ক্যাম্পাসে অন্য সকল পরিবহন বন্ধ করা সহ নানাবিধ সিদ্ধান্ত নিয়েছে কুবি কর্তৃপক্ষ।

রোববার (২ অক্টোবর) এক ভার্চুয়ালী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. আমিরুল হক চৌধুরী। সকাল ৯টায় অনুষ্ঠিত এ ভার্চুয়ালী সভায় উপাচার্য, উপ-উপাচার্যসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রেস বিজ্ঞপির মাধ্যমে জানিয়ে দেওয়া নির্দেশনায় বলা হয়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত রোববার (২ অক্টোবর) থেকে বিশ্ববিদ্যালয়ের হলসমূহ বন্ধ থাকবে। এর মধ্যে ছাত্ররা ২ অক্টোবর সন্ধ্যা ৬ টার মধ্যে হল ত্যাগ করতে হবে আর ছাত্রীরা ৩ অক্টোবর (সোমবার) সকাল ৯ টার মধ্যে হল ত্যাগ করবে।

এছাড়া আগামী ১০ অক্টোবর থেকে ১৭ অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল পরীক্ষাসমূহ স্থগিত থাকবে এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব পরিবহন এবং শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের নিজস্ব পরিবহন ব্যতীত সকল ধরনের পরিবহন ক্যাম্পাসে প্রবেশ বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর রাত ১১ টা ৫০ মিনিটে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি প্রেস বিজ্ঞপ্তিতর মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

কমিটি বিলুপ্তি ঘোষণার পর গতকাল (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে হঠাৎ মোটরসাইকেল শোডাউন , ককটেল ও বাজি ফাটানো এবং প্রকাশ্যে অস্ত্রের মহড়ার ঘটনা ঘটে। এতে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয় বিশ্ববিদ্যালয় জুড়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়