শিরোনাম
◈ নিয়োগ বাতিলের আবেদন করেছেন নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক দ্বীন মোহাম্মদ ◈ অন্তর্বর্তী সরকারের সময়েও মানবাধিকার লঙ্ঘন ঘটছে: জাতিসংঘ তথ্যানুসন্ধানী দলের প্রতিবেদন ◈ শিক্ষক-সাংবাদিকের ওপর হামলায় ১০ ছাত্রী শিক্ষার্থী বহিষ্কার ◈ রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন জামায়াত  ◈ চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের সহ অধিনায়ক মেহেদী মিরাজ ◈ পাকিস্তানের ৩ ক্রিকেটারকে শাস্তি দিলো আইসিসি ◈ রাত ১টায় দুবাইয়ে উড়াল দিবে বাংলাদেশ ক্রিকেট দল ◈ মিয়ানমারে খাদ্যশস্যের চোরাচালান রোধে কঠোর নির্দেশ খাদ্য উপদেষ্টার ◈ সৌদি আরব ও মালয়েশিয়াগামী কর্মীদের জন্য বিশেষ বিমান ভাড়া ◈ ‘আপনার মতো ব্যক্তিদের থেকে আমরা শিখি’—ড. ইউনূসকে আমিরাতের মন্ত্রী

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১৯ দুপুর
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিতুমীর কলেজের সামনে ফের সড়ক আটকাল শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়সহ সাত দফা দাবিতে আজ পঞ্চম দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন রাজধানীর তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। সোমবার দুপুর ১২টা ২০ মিনিটের দিকে কলেজ গেটের সামনের সড়ক অবরোধ করেন তারা।

এতে মহাখালী-গুলশান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। 

এসময় রাস্তায় বাঁশ ফেলে অবরোধ করেন শিক্ষার্থীরা। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত জরুরি যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে দেয়া হবে না বলে হ্যান্ডমাইকে ঘোষণা করেন তারা। 

এদিকে দাবি আদায়ে প্রায় ১০ জন শিক্ষার্থী গত পাঁচ দিন ধরে তিতুমীর কলেজ গেটের সামনে অনশন করছেন।

এর আগে গতকাল রাতে সংবাদ সম্মেলন করে আজকের কর্মসূচি ঘোষণা করেন শিক্ষার্থীরা। সংবাদ সম্মেলনে বলা হয়, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় ঘোষণার দাবিতে সোমবার বেলা ১১ থেকে রাত ১০টা পর্যন্ত ‘বারাসাত ব্যারিকেড টু ঢাকা নর্থ সিটি’ কর্মসূচি পালন করা হবে।

তবে মহাখালী, আমতলী, রেলগেট ও গুলশান লিংক রোড এ কর্মসূচির আওতাভুক্ত থাকবে বলে ওই সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয়। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়