শিরোনাম
◈ বিএনপির কেউ মার্কিন ভিসানীতির আওতায় পড়ার শঙ্কা নেই: শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ লোকসভায় বিরোধী দলীয় এমপিকে মোল্লা আতঙ্কবাদী বলে বিজেপি এমপির মন্তব্যে তীব্র প্রতিক্রিয়া ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি ◈ রোডমার্চ বিএনপির নেতাদের দলত্যাগ ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ১০:৫৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে বড় রুবি বিক্রি হলো কয়েক কোটি ডলারে

নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিশ্বে বৃহত্তম রুবি ইসত্রেলা ডি ফিউরা

সাজ্জাদুল ইসলাম: নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিশ্বে বৃহত্তম রুবি (রত্নপাথর)। রুবিটির ওজন ৫৫ দশমিক ২২ ক্যারেট। রুবিটির নাম ইসত্রেলা ডি ফিউরা। গত বৃহস্পতিবার নিলামে ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় রুবিটি। নিউইয়র্কে অনুষ্ঠিত এ নিলামের আয়োজন করে সোথবি’স। সূত্র: সিএনএন

এক বছরের কম সময় আগে কানাডার কোম্পানি ফিউরা জেমস মোজাম্বিকে নিজেদের একটি খনিতে আবিষ্কার করে রুবিটি। বিক্রির আগে রত্নটিকে এখন পর্যন্ত বাজারে আসা ‘অত্যন্ত বিরল’ এবং ‘সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ রুবি হিসেবে বর্ণনা করেছে সোথবি’স। মোজাম্বিকের সরকারী ভাষা পর্তুগিজ। এ ভাষায় রুবিটির নামকরণ হয়েছে ইসত্রেলা ডি ফিউরা বা স্টার অব ফিউরা।

গত বছরের জুলাইয়ে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় এর ওজন ছিল ১০১ ক্যারেট। পরে কেটে ও পলিশ করার পর এর ওজন দাঁড়ায় ৫৫ ক্যারেট। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় রত্ন-মানের রুবি। রুবিটির অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।

সাধারণত রেকর্ড দামে রত্নপাথর বিক্রিতে হীরার দাপটই বেশি থাকে, বিশেষ করে রঙিন হীরা হলে। তবে রুবিকেও বিশ্বের বিরল ও সবচেয়ে মূল্যবান রত্নপাথর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

সোথবি’সের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫ দশমিক ৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়