রাশিদুল ইসলাম: অর্থনীতিবিদ অধ্যাপক ড. মাহবুব উল্লাহ বলেছেন, বছরের পর বছর এক জায়গায় দাঁড়িয়ে আছে রাজস্ব আদায়ের ক্ষেত্রের জটিলতাগুলো। এসব জটিলতা একধরনের স্থবিরতা সৃষ্টি করেছে। বাংলাদেশের প্রধান অর্থনৈতিক দুর্বলতা হয়ে উঠেছে এটি। সঠিক নীতি প্রণয়নের অভাবে এ সংকট দূর করা সম্ভব হচ্ছে না। কর বলুন, আয়কর কিংবা ভ্যাট তা আদায়ে এক গতিশীল ব্যবস্থা সৃষ্টি করা যাচ্ছে না। এক্ষেত্রে সঠিক নীতি নিয়ে তা বাস্তবায়ন করা গেলে মানুষ কর দিতে উৎসাহী হতো বা যারা কর দিতে চান না, তাদেরও কর প্রদানে বাধ্য করা সম্ভব হতো। ফলে বাজেট বাস্তবায়নে বা বাজেট বরাদ্দের ক্ষেত্রে ঘাটতি থেকে যাচ্ছে প্রতিবছর। এটি বাজেট ফাইনান্সে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
টেলিফোন সাক্ষাৎকারে ড. মাহবুব উল্লাহ বলেন, জিডিপির তুলনায় রাজস্ব আদায়ের পরিমাণ ১০ থেকে ১৫ শতাংশে নেওয়া জরুরি। এটা না হলে সম্পদ সৃষ্টি ও তা থেকে সুষমবন্টন কীভাবে সম্ভব হবে। এজন্য রাজস্ব আদায়ের জটিলতা দূর করা দরকার। সঠিক নীতির অভাবে এ সংকট রয়ে গেছে। এ সংকটের কারণেই আইএমএফ’র কাছ থেকে ঋণ নিতে হচ্ছে। কিন্তু এ ধরনের ঋণ গ্রহণে যেসব শর্ত পূরণ করতে হয়, তার সক্ষমতারও অভাব আছে। সংকটে পড়ে ঋণ নিতে হচ্ছে কিন্তু ঋণের শর্তপূরণ সক্ষমতা প্রদর্শন করা সম্ভব হয় না। উদাহরণ হিসেবে বলা যায়, বিদ্যুতের দাম বাড়াতে হচ্ছে বা ভর্তুকি তুলে দিতে হচ্ছে আবার রেন্টাল পাওয়ার প্লান্ট ক্যাপাসিটি চার্জ হিসেবে প্রচুর অর্থ নিচ্ছে।
অন্যদিকে বৈদেশিক মুদ্রা মজুদের সত্যিকার অবস্থা বা সঠিক তথ্যের অভাব রয়েছে বলেন ড. মাহবুব উল্লাহ। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের উচিত এক্ষেত্রে সঠিক তথ্য দেওয়া। রপ্তানির চেয়ে আমদানি বেড়ে গেছে। ফলে ডলারের ওপর চাপ রয়েই যাচ্ছে। বাংলাদেশ ব্যাংক ডলারের সঙ্গে টাকার মান স্থির করতে চাইলেও তা সঙ্গতিপূর্ণ হচ্ছে কি না সেটি ভেবে দেখবার বিষয়। কারণ বাজারে ডলারের রেট বেশি হলে তা কিনতে বেশি টাকা দিতে হয়।
নির্বাচনী বছর বিধায় অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হলে এর প্রভাব নিশ্চিত অর্থনীতির ওপর পড়তে পারে। এমন শঙ্কা করে ড. মাহবুব উল্লাহ বলেন, রাজনৈতিক পরিস্থিত উত্তপ্ত হলে এর প্রভাব নিশ্চিত রাজস্ব আদায়ের ওপর পড়বে। নির্বাচনের আগে রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠছে তা আশাব্যঞ্জক নয়। এতে রাজস্ব আদায়ে যতো ঘাটতি হবে ততোই ভবিষ্যতে ঋণের ওপর নির্ভরশীল হয়ে উঠতে হবে। সরকারকে সেক্ষেত্রে হয় ব্যাংক থেকে ঋণ নিতে হবে না হলে টাকা ছাপাতে হবে। এটি আবার মূল্যস্ফীতির ওপর চাপ সৃষ্টি করবে। জিনিসপত্রের দাম এমনিতেই চড়া। জনগণের নাভিঃশ^াস উঠে গেছে। মধ্যবিত্ত থেকে নিম্নবিত্তদের সঞ্চয় ভেঙে খেতে হচ্ছে। আর সঞ্চয় স্থির বা তা বাড়াতে না পারলে অভ্যন্তরীণভাবে বিনিয়োগ খুব কঠিন হয়ে পড়ে। আবার রপ্তানির তুলনায় আমদানি বাড়ছে, এর পাশাপাশি মুদ্রাপাচার বাড়ছে। মুদ্রাপাচারের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা চোখে পড়ছে না।
আপনার মতামত লিখুন :