শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ২৭ মে, ২০২২, ০৮:২৯ রাত
আপডেট : ২৭ মে, ২০২২, ০৮:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়ছে সুতার দাম

সুতা

মিনহাজুল আবেদীন: [২] ঈদের পর এখনও কর্মস্থলে ফিরতে শুরু করেনি সিরাজগঞ্জের তাঁত কারখানার শ্রমিকরা। ফলে তাঁত কারখানার চাকা এখনো ঘুরতে শুরু করেনি। তবে তাঁতের চাকা সচল না হলেও সুতার দাম বাড়তে শুরু করেছে।

[৩] গত দুই সপ্তাহের ব্যবধানে সব ধরনের সুতা প্রতি পাউন্ডে বেড়েছে ১৫ টাকা। ফলে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের তাঁত শিল্প সংশ্লিষ্টরা।

[৪] সরেজমিনে সুতার দোকান ঘুরে দেখা যায়, মতিন, নাহিদ, শুভ রাজ, বি আর এস, সুন্ধরাম, আয়না-৮০, মোশাররফ, নান্নু, হংকং, এম হোসেন, সাবেদ আলী, আফতাব, দোয়েল, টিউলিপ, রাসেল, সূর্যমুখী, জোড়া হাতী, মানিকা, মাস্তানিসহ বিভিন্ন ব্র্যান্ডের সুতার দাম প্রতি পাউন্ডে বেড়েছে ১৫ টাকা। এতে তাঁত কারখানার মালিকদের প্রতি বস্তা সুতা আগের চেয়ে ১৫০০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে।

[৫] জেলার বেলকুচি চন্দন গাঁতি গ্রামের তাঁত কারখানা মালিক বৈদ্য নাথ রায় জানান, ঈদের পর শ্রমিকেরা এখনো পুরোপুরি কাজে যোগ দেয়নি। ফলে কারখানায় তাঁতের চাকা এখনও পুরোদমে সচল হয়নি। কিন্তু সুতার দাম বাড়তে শুরু করেছে। গত দুই সপ্তাহে প্রতি পাউন্ড সুতায় বেড়েছে ১৫ টাকা। এভাবে বাড়তে থাকলে ব্যবসা করা কঠিন হয়ে যাবে।

[৬] শাহজাদপুর উপজেলার খুকনী গ্রামের শফিকুল মোল্লা বলেন, কাপড়ের দাম না থাকলেও সুতার দাম ঠিকই বাড়ছে। ফলে কাপড় তৈরিতে যে খরচ হচ্ছে সে তুলনায় দাম পাচ্ছি না। এতে লোকসান দিয়ে ব্যবসায় করছি। জানি না এভাবে কতদিন ব্যবসায় টিকিয়ে রাখতে পারবো।

[৭] সিরাজগঞ্জ শহরের নুরুল ইসলাম, শামীম শেখ, হাসেম আলীসহ বেশ কয়েকজন সুতার পাইকারি বিক্রেতা বলেন, ডলারের দাম বৃদ্ধির কারণে সুতার দাম বেড়েছে। ফ্যাক্টরি থেকে যে দাম নির্ধারণ করে দেয় সেই দামেই সুতা বিক্রি করি।

[৮] বাংলাদেশ হ্যান্ডলুম অ্যান্ড পাওয়ারলুম অ্যাসোসিয়েশনের জেলা শাখার সাধারণ সম্পাদক বদিউজ্জামান জানান, সুতার দাম বাড়তে থাকলে সিরাজগঞ্জের তাঁত শিল্প বিলুপ্ত হয়ে যাবে। তাই তাঁতিদের স্বার্থে সরকারে সুদৃষ্টি কামনা করছি।

[৯] তিনি আরও বলেন, সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে বাঁচিয়ে রাখতে কারখানার মালিকদের স্বল্প সুদে ঋণ, শুল্ক মুক্ত সুতা, রংয়ের দাম স্থিতিশীল রাখার পদক্ষেপ নিতে হবে। তা না হলে এ শিল্প বিলুপ্ত হয়ে যাবে।  জাগো নিউজ ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়