শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ২৮ মার্চ, ২০২৩, ০১:৩২ দুপুর
আপডেট : ২৮ মার্চ, ২০২৩, ০১:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লক্ষ্যমাত্রার পথে এগিয়ে যাচ্ছে কৃষি ঋণ বিতরণ

ঢাকা ট্রিবিউন প্রতিবেদন: বাংলাদেশে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি তার লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে। চলতি অর্থ বছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) ব্যাংক থেকে এই ঋণ বিতরণ করা হয়েছে প্রায় ৬৮.১৫ শতাংশ। 

বাংলাদেশ ব্যাংকের দেওয়া সর্বশেষ এক রিপোর্টে দেখা গেছে, চলতি অর্থ বছরে কৃষি খাতে মোট ৩০,৯১১ কোটি টাকা ঋণ বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়। যেখানে আট মাসে ২১,৬৬০ কোটি টাকা ঋণ বিতরণ করা হয়েছে। 

রিপোর্টে আরো বলা হয়, মোট ১২টি ব্যাংক তাদের ঋণ বিতরণের টার্গেটে শতভাগ সফল হয়েছে। আর ১৪টি ব্যাংক এখনো টার্গেট পূরণে বেশ পিছিয়ে রয়েছে। জানা গেছে, এই ব্যাংকগুলো প্রথম আট মাসে ঋণ বিতরণের ৫০ শতাংশও পূরণ করতে সক্ষম হয়নি।

 যে ব্যাংকগুলো ঋণ বিতরণের টার্গেট শতভাগ অতিক্রম করেছে সেগুলো হচ্ছে; ব্যাংক আল ফালাহ, কমার্শিয়াল ব্যাংক অব সিলং, হাবিব ব্যাংক, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, ব্যাংক এশিয়া, ঢাকা ব্যাংক, ওয়ান ব্যাংক, সীমান্ত ব্যাংক, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক, এইএচএসবিসি ও ইউরি ব্যাংক। 

বাংলাদেশ ব্যাংকের রিপোর্টে আরো বলা হয়, সরকারি মালিকানাধীন ব্যাংকগুলো এ পর্যন্ত ৮,৬২৩ কোটি টাকা এবং বিদেশি ও ব্যক্তি মালিকানাধীন ব্যাংকগুলো ১২,৪৩৪ কোটি টাকার
ঋণ বিতরণ করেছে। 

খাদ্য নিরাপত্তার স্বার্থেই কৃষি উৎপাদনের উপর জোর দেওয়াই হচ্ছে সরকারের নীতি। বাংলাদেশ ব্যাংক সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। কৃষি ঋণ বাড়াতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং বিষয়টি তদারকিও করছে বাংলাদেশ ব্যাংক। অনুবাদ: তারিক আল বান্না, সম্পাদনা: রাশিদ  

  • সর্বশেষ
  • জনপ্রিয়