শিরোনাম
◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ পাগলা মসজিদের দানবাক্সে এবার ২৭ বস্তা টাকা, গণনা চলছে ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ২২ মার্চ, ২০২৩, ০৮:২৯ রাত
আপডেট : ২২ মার্চ, ২০২৩, ০৮:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেট পেলো ৩টি প্রতিষ্ঠানের ৫০ পণ্য

বিএসটিআইয়ের হালাল সার্টিফিকেট পেলো ৩টি প্রতিষ্ঠানের ৫০ পণ্য

আমিনুল ইসলাম: বিএসটিআইয়ের হালাল ও ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট  পেলো ৩টি প্রতিষ্ঠানের ৫০টি পণ্য। গতকাল বুধবার শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি প্রধান অতিথি হিসেবে এ সার্টিফিকেট বিতরণ করেন। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) কর্তৃক এ হালাল ও ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট প্রদান করা হয়। 

শিল্প সচিব জাকিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি এবং এফবিসিসিআই’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু ও সহ সভাপতি আমীন হেলালী। এসময় অন্যদের মধ্যে বিএসটিআই’র মহাপরিচালক মো: আবদুস সাত্তারসহ শিল্প মন্ত্রণালয় এবং বিএসটিআই এর ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। হালাল সার্টিফিকেটপ্রাপ্ত প্রতিষ্ঠান তিনটি হলো, বেঙ্গল মিট প্রসেসিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৩০টি পণ্য, প্রাণ এগ্রো লিমিডের ১৮টি পণ্য এবং রেনাটা লিমিটেডের ২টি পণ্য। এছাড়া একই অনুষ্ঠানে ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেট দেয়া হয় ১৫ প্রতিষ্ঠানকে। 

প্রতিষ্ঠানগুলো হলো, এমারেলড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ফর্টিফাইভ রাইস ব্রান্ড অয়েল, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর আইটি ও সফটওয়ার বেইজ, ইম্পেরিয়া ফুডস্ এর ফর্টিফাইস রাইস কার্নেল, ইস্টার্ণ সিমেন্ট লিমিটেডের সিমেন্ট, আরকে সিরামিক বাংলাদেশ লিমিটেডের টাইল এন্ড স্যানিটারি ওয়ার, এসএসটি বেভারেজ লিমিটেডের ফ্রুট ডিংস, ড্রিংকিং ওয়াটার এন্ড কার্বনেটেড বেভারেজ, আলপাইন ফ্রেস ওয়াটার লিমিটেডের ড্রিংকিং ওয়াটার, বেবি নিউট্রিশন লিমিটেডের দুগ্ধজাত শিশু খাদ্য প্যাকেটজাত করণ, গার্ডিয়ান নেটওয়ার্ক এর ট্রেনিং এবং কনসালটেন্টসি, বাম্বেলবি বাংলাদেশ লিমিটেডের মোবাইল সিম কার্ড, বিদ্যুৎ বাংলাদেশ লিমিটেডের ব্লেড, কোয়ালিটি সলিউশন লিমিটেডের কেলিব্রেশন, বিল্ডিং কেয়ার লিমিটেডের কেমিক্যাল এডমিক্সার, ইন্ট্রগ্রেটেড পাওয়ার এন্ড ইঞ্জিনিয়ারিং এর ট্রান্সফরমার এবং দেশবন্ধু ফুড এন্ড বেভারেজ লিমিটেডের ফ্রুট ড্রিংকস এন্ড বেভারেজ।
উল্লেখ্য, রপ্তানি বাণিজ্যে সম্প্রসারণ এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি পণ্যের অধিতকার গ্রহণযোগ্যতা সৃষ্টির লক্ষ্যে এ ধরণের সনদ প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়