শিরোনাম
◈ আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে না সাকিব ◈ প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান কোথায়, তুলে নেওয়ার ১৮ ঘণ্টা পরেও মুখ খুলছে না কেউ ◈ যাত্রাবাড়ীতে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজ শিক্ষার্থী নিহত, আহত ১ ◈ রোগীর খরচ কমাতে প্রেসক্রিপশনে নজর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ◈ বৃহস্পতিবার ১৪ দলের আলোচনা সভা  ◈ ঈদে ৯ এপ্রিল থেকে নতুন নোট  ◈ ধারের টাকায় চলছে নিম্ন আয়ের ৭৪ শতাংশ পরিবার ◈ পহেলা বৈশাখে ঢাবি ক্যাম্পাসে পরা যাবে না মুখোশ, প্রবেশ নিষেধ ৫টার পর   ◈ সৌদিতে নিহত বাংলাদেশির সংখ্যা বেড়ে ১৮, মিলেছে নাম পরিচয়  ◈ সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রকাশিত : ০৬ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:০০ রাত
আপডেট : ০৭ ফেব্রুয়ারি, ২০২৩, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিভিসি ফাইন্যান্সের নতুন ব্যবস্থাপনা পরিচালক মামুনুর রশিদ

মো মামুনুর রশিদ মোল্লা

সঞ্চয় বিশ্বাস: সিভিসি ফাইন্যান্সের নতুন  ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী পদে সম্প্রতি যোগদান করেছেন মো মামুনুর রশিদ মোল্লা।

তিনি পূর্বে সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ছিলেন। এছাড়া প্রস্তাবিত একটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছে।

মামুনুর রশিদ মোল্লা বিগত তিনদশকের অধিক সময়ে বিভিন্ন ব্যাংকে সুখ্যাতির সঙ্গে কাজ করেছেন। তিনি প্রাইম ব্যাংকের প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন। অভিজ্ঞ এই ব্যাংকার শাখা ব্যবস্থাপন , আঞ্চলিক প্রধান, বিভাগীয় প্রধান হিসেবে ন্যাশনাল ব্যাংক, মিউচ্যুয়াল ব্যাংক, দ্যা প্রিমিয়ার ব্যাংক এবং প্রাইম ব্যাংকে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বিভিন্ন ব্যাংকের আন্তর্জাতিক বিভাগ ও ঝুঁকি ব্যবস্থাপন বিভাগে দায়িত্ব পালন করেছেন।

মামুনুর রশিদ মোল্লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে মাস্টার্স ডিগ্রি এবং ইউআইটিএস থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এসিবিএ সার্টিফিকেটও অর্জন করেন। তিনি অর্থনীতি, ব্যাংকিংসহ পেশাগত বিষয়ে দেশে-বিদেশে প্রশিক্ষণ কর্মশালা ও সেমিনারে অংশ নেন। মামুনুর রশিদ মোল্লা এক মেয়ে ও দুই ছেলে সন্তানের বাবা।

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়