রাশিদ রিয়াজ: ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান মোহাম্মদ রেজভানি-ফার বুধবার বলেছেন, ইরানের ৪৫ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের ১০৩ মিলিয়ন টন পণ্যের তেল বহির্ভূত রপ্তানি হয়েছে।
তিনি জানান, ইরানের তেল বহির্ভূত রপ্তানি (অশোধিত তেল রপ্তানি ব্যতীত) চলতি ইরানি বছরের প্রথম দশ মাসে (২১ মার্চ ২০ থেকে যা শুরু হয়) মূল্য ও ওজনের দিক দিয়ে যথাক্রমে ২ দশমিক ৯ শতাংশ এবং ১৭ দশমিক ৬ শতাংশ বেড়েছে। রপ্তানির মধ্যে প্রধানত প্রাকৃতিক গ্যাস ছিল ৬ দশমিক ৮ মিলিয়ন ডলারের।
তিনি আরও উল্লেখ করেন, ইরানের রপ্তানি পণ্যের প্রধান গন্তব্য ছিল চীন, ইরাক, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত এবং ভারত।
সূত্র: মেহর নিউজ।
আপনার মতামত লিখুন :