শিরোনাম
◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ ◈ বাংলাদেশি নাগরিকত্ব নিয়ে টিউলিপের মিথ্যাচার, নতুন সংকটে স্টারমার: ডেইলি এক্সপ্রেসের রিপোর্ট ◈ শুধু অতীতের নয়, বর্তমানের দুর্নীতি থামাতেও নজর দিতে হবে: বিদ্যুৎ উপদেষ্টা ◈ বাংলাদেশ ও চীন সহযোগিতামূলক অংশীদারিত্বকে এগিয়ে নিতে একসাথে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা  ◈ সাফ চ‌্যা‌ম্পিয়নশী‌পে নেপালকে ৪-০ গো‌লে হারা‌লো বাংলাদেশ ◈ শ্রীলঙ্কার প্রতি বাংলা‌দে‌শের সমর্থন, চোখ এড়ায়নি লঙ্কান ক্রিকেট বোর্ডের ◈ আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের ◈ নির্বাচনী দায়িত্বে অপরাধের সাজা বাড়ছে: অধ্যাদেশের খসড়া অনুমোদন ◈ দেওয়ানি ও ফৌজদারি আদালত সম্পূর্ণভাবে পৃথক করলো সরকার ◈ কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে নয় বিএনপি : সিঙ্গাপুর থেকে দেশে ফিরে মির্জা ফখরুল

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজির বাজারে স্বস্তি

চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন, চাল ও চিনি 

মাসুদ আলম: রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, চাল ও চিনি।  বোতলজাত ও খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা বেড়েছে। এছাড়া  এক সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে মোটা চালসহ প্রায় সব ধরনের চালের দাম। মোটা চাল ন্যূনতম কেজিপ্রতি বেড়েছে ২ টাকা। আর মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে ২-৫ টাকা পর্যন্ত।

তবে সবজির বাজারে স্বস্তি। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। কয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির ক্রেতাদের নাগালে রয়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের নিত্যপণের দাম উর্ধমুখী। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯২৫ । খোলা সয়াবিন  ১৯৫ টাকা কেজি, খোলা চিনি ১১৫, খোলা আটা ৬০, মসুর ডাল ১৪০ টাকা কেজি। এদিকে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে।
 
তবে বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ার কারণে চালের দাম বাড়ছে। আটার দাম বাড়ার প্রভাব চালেও পড়ছে। দরিদ্র মানুষ রুটি খাওয়া বাদ দিয়ে এখন ভাত খাচ্ছে। এছাড়া চাহিদা মতো পণ্য সরবরাহ করছে না কোম্পানিগুলো। বাজারে কোন নিত্যপণ্যের সংকট নেই। তবে তেল ও চিনির বাজার উর্ধমুখী।

ভাটারা নুরেরচালার সবজি বিক্রেতা হিরা সরকার বলেন, বাঁধাকপি, ফুলকপি, মুলা, শিমসহ শীতের সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা দরে। বাজারে সবজি সরবরাহ বাড়ায় দাম নাগালের মধ্যে।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়