শিরোনাম
◈ সমৃদ্ধ গণতন্ত্র নিশ্চিত করতে বাংলাদেশের পাশে কমনওয়েলথ: ঢাকায় আসছেন মহাসচিব ◈ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল বিভাগের রায় আজ ◈ স্নাইপার সাফারি: অর্থের বিনিময় মানুষ গুলি করার ‘খেলা’ চালানোর অভিযোগ উঠেছে তিন দশক পর (ভিডিও) ◈ রামপুরায় টিভি ভবনের সামনে বাসে আগুন (ভিডিও) ◈ নিউইয়র্কে পা রাখলেই গ্রেপ্তার করা হবে নেতানিয়াহুকে: হুঁশিয়ারি জোহরান মামদানির ◈ পল্লবী থানার সামনে পরপর তিন ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেলে পালালো দুর্বৃত্তরা—আহত ৩ ◈ সাবেক আ.লীগ সরকারের ৩৩২ কোটি টাকায় রোজ গার্ডেন কেনা নিয়ে অনুসন্ধানে দুদক ◈ বাংলাদেশকে বিজনেস ভিসা দেওয়া শুরু করেছে ভারত: প্রণয় ভার্মা ◈ ভোটার কার্ড করেন ৩০ হাজার টাকায়, পাসপোর্ট করতে গিয়ে আটক ◈ গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর জিজ্ঞাসায় সিইসির জবাব: ‘আইন ছাড়া সম্ভব নয়’

প্রকাশিত : ০২ ডিসেম্বর, ২০২২, ০৬:৩৩ বিকাল
আপডেট : ০৩ ডিসেম্বর, ২০২২, ০৬:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজির বাজারে স্বস্তি

চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন, চাল ও চিনি 

মাসুদ আলম: রাজধানীর বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল, চাল ও চিনি।  বোতলজাত ও খোলা সয়াবিন তেল কেজিতে ১০ টাকা বেড়েছে। এছাড়া  এক সপ্তাহের ব্যবধানে নতুন করে বেড়েছে মোটা চালসহ প্রায় সব ধরনের চালের দাম। মোটা চাল ন্যূনতম কেজিপ্রতি বেড়েছে ২ টাকা। আর মাঝারি ও চিকন চালের দাম বেড়েছে ২-৫ টাকা পর্যন্ত।

তবে সবজির বাজারে স্বস্তি। বাজারে শীতের সবজির সরবরাহ বাড়ায় কমেছে দাম। কয়েকটি সবজি ছাড়া বাকি সব সবজির ক্রেতাদের নাগালে রয়েছে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন দৃশ্য দেখা গেছে।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সব ধরনের নিত্যপণের দাম উর্ধমুখী। ৫ লিটারের সয়াবিন তেলের বোতল ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৯২৫ । খোলা সয়াবিন  ১৯৫ টাকা কেজি, খোলা চিনি ১১৫, খোলা আটা ৬০, মসুর ডাল ১৪০ টাকা কেজি। এদিকে ডিম ও মুরগির দাম কিছুটা কমেছে।
 
তবে বিক্রেতারা বলছেন, মৌসুম শেষ হওয়ার কারণে চালের দাম বাড়ছে। আটার দাম বাড়ার প্রভাব চালেও পড়ছে। দরিদ্র মানুষ রুটি খাওয়া বাদ দিয়ে এখন ভাত খাচ্ছে। এছাড়া চাহিদা মতো পণ্য সরবরাহ করছে না কোম্পানিগুলো। বাজারে কোন নিত্যপণ্যের সংকট নেই। তবে তেল ও চিনির বাজার উর্ধমুখী।

ভাটারা নুরেরচালার সবজি বিক্রেতা হিরা সরকার বলেন, বাঁধাকপি, ফুলকপি, মুলা, শিমসহ শীতের সবজি বিক্রি হচ্ছে ৩০ থেকে ৫০ টাকা দরে। বাজারে সবজি সরবরাহ বাড়ায় দাম নাগালের মধ্যে।

এমএ/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়