শিরোনাম
◈ ষষ্ঠবারের মতো বাড়লো হজযাত্রী নিবন্ধনের সময় ◈ স্বৈরাচার জিয়াউর রহমান কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল  ◈ মহাখালী ও কাপ্তানবাজারে ৩ শতাধিক ঘর পুড়ে ছাই, দগ্ধ ৭  ◈ বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে হারালো বাংলাদেশ ◈ ৩০ মার্চ থেকে সরকারি হাসপাতালেই বৈকালিক স্বাস্থ্যসেবা শুরু: স্বাস্থ্যমন্ত্রী ◈ সমকামীদের অ্যাপের ফাঁদে পড়ে খুন হন স্থপতি ইমতিয়াজ, গ্রেপ্তার ৩ ◈ মাছ মাংস ছাড়াই খাবার ব্যয় বেড়েছে ১৪৪৩টাকা ◈ রমজানে আন্দোলনের ডাক দেয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর ◈ প্রতিরক্ষামন্ত্রীর বরখাস্তে ইসরাইলে প্রতিবাদের ঝড় ◈ ধর্মঘটে অচল জার্মানীর পাবলিক ট্রান্সপোর্ট নেটওয়ার্ক 

প্রকাশিত : ০৪ অক্টোবর, ২০২২, ০৯:২৩ রাত
আপডেট : ০৪ অক্টোবর, ২০২২, ০৯:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দারাজ ফ্যাশন উইক শুরু, থাকছে আকর্ষণীয় মূল্যছাড়

দারাজ ফ্যাশন উইক

মনজুর এ আজিজ : দেশে শুরু হয়েছে দারাজ ফ্যাশন উইক ২০২২। ক্রেতাদের অনলাইন কেনাকাটার অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে আকর্ষণীয় এ ইভেন্টে দারাজের মাধ্যমে আকর্ষণীয় সব ছাড় ও অফার দিচ্ছে জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড। এবার ক্রেতারাও আকর্ষণীয় ছাড়ে তাদের পছন্দের সব কিনতে পারবেন দারাজ থেকে। ফ্যাশনপ্রেমীদের জন্য এই ক্যাম্পেইনটি চলবে আগামী ৯ অক্টোবর পর্যন্ত।

এবারের দারাজ ফ্যাশন উইক-এ থাকছে আকর্ষণীয় নানা অফার। যার মধ্যে রয়েছে: ফ্ল্যাট শিপিং, ফ্ল্যাট সেলস, হট ডিলস, স্পেশাল ভাউচার এবং শেইক শেইক। এ আয়োজনের টাইটেল স্পন্সর ইনফিনিটি মেগামল দিচ্ছে এর সকল পণ্যের ওপর ১০ শতাংশ ছাড়। এছাড়াও, ক্রেতাদের জন্য দুর্দান্ত সব সুযোগ নিয়ে এসেছে ইভেন্টের বাকি তিন কো-স্পন্সর- বাটা, ফ্যাব্রিলাইফ ও ওয়াও স্কিন সায়েন্স। বাটা দিচ্ছে কমপক্ষে ১৫০০ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৬০ শতাংশ পর্যন্ত ছাড় ও ফ্রি শিপিংয়ের সুবিধা, ফ্যাব্রিলাইফ দিচ্ছে নূন্যতম ৯৪৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৪৫ শতাংশ ছাড় ও ফ্রি শিপিংয়ের সুবিধা এবং ওয়াও স্কিন সায়েন্স দিচ্ছে ৯৯৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ১৫ শতাংশ পর্যন্ত ছাড় ও ফ্রি শিপিংয়ের সুবিধা। 

এছাড়া ইভেন্টের পার্টনার হিসেবে কমপক্ষে ৭৫০ টাকার কেনাকাটায় ফ্রি শিপিংসহ ৩০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে কে-ক্রাফটসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান। 

এ ফ্যাশন উইক নিয়ে দারাজ বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোস্তাহিদল হক বলেন, দারাজে আমরা শুধুমাত্র আমাদের গ্রাহকরা কী চায় তাই দিচ্ছি না, তাদের কী প্রয়োজন আমরা তাও নিয়ে এসেছি। এর মাধ্যমে আমরা ক্রেতাদের জীবনের মান উন্নয়নে ও জীবনযাত্রা স্বাচ্ছন্দ্যদায়ক করতে কাজ করে যাচ্ছি। এবারের ফ্যাশন উইক ক্যাম্পেইনে রয়েছে আকর্ষণীয় মূল্যে ব্র্যান্ডের আসল পণ্য কেনার সুবর্ণ সুযোগ। গতবছরও এই ক্যাম্পেইনটি ক্রেতাদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছিলো। এজন্য আমাদের ক্রেতাদের কেনাকাটার পরিধিকে আরও বিস্তৃত করতে, এ বছর অনেক বেশি পার্টনার নিয়ে আবার ক্যাম্পেইনটি আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়