শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১২ আগস্ট, ২০২২, ০৪:২৫ দুপুর
আপডেট : ১২ আগস্ট, ২০২২, ০৫:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রয়লারের ডাবল সেঞ্চুরি, ডিমের ডজন ১৪৫ টাকা

মাসুদ আলম: জ্বালানি তেলের দাম বাড়ায় সপ্তাহের ব্যবধানে বাজারে প্রায় সব নিত্যপণ্যের দাম বেড়েছে। চাল, ডাল, তেল, চিনি, আটা, সবজি, ডিম ও মুরগির দাম বেড়েছে।  এক সপ্তাহের ব্যবধানে বাজারে ব্রয়লার মুরগির দাম প্রতি কেজিতে ৪০  টাকা বেড়েছে। বর্তমান দাম ২০০ টাকা। শুধু ব্রয়লার নয়, বেড়েছে পাকিস্তানি কক মুরগির দামও। গত সপ্তাহেও পাকিস্তানি ককের দাম ছিল ২৪৫-২৫০ টাকার মধ্যেই। শুক্রবার বিক্রি হয় ২৭০-২৮০ টাকায়। 

এছাড়া এক সপ্তাহ আগে লাল ডিমের ডজন ছিলো ১২০ টাকা। এখন বিক্রি হচ্ছে  টাকা ১৫০ টাকা। 

ক্রবার বাজার ঘুরে দেখা যায়, সব ধরনের সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। ৫০ টাকার নিচে কোনো সবজি নেই। কেজিতে ৩০ টাকা বেড়ে কাঁচা মরিচ ৩০০ টাকা। শসা ৬০ টাকা, বেগুন ৮০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৭০ টাকায় বিক্রি হচ্ছে। 

খুচরা ব্যবসায়ীরা বলছেন, ট্রাক ভাড়া বেড়ে যাওয়ায় বাজারে নিত্যপণ্যের দাম বেড়েছে। বাজারে মুরগি সরবরাহ কম। পাইকারী বাজারে ৫ টাকা  বাড়লে খুচরা বাজারে ১০ টাকা বেড়ে যায়। দিন শেষে আমরাও ক্রেতা। চেয়ে চেয়ে দেখা ছাড়া আমাদের কিছুই করার নাই। এছাড়া সাপ্লাই বাড়লে সবজির দাম একটু কমতে পারে।

চাল ব্যবসায়ীরা বলছেন, জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চালের দাম বেড়েছে। চিকন চাল কেজিতে বেড়েছে ৩ টাকা, আর মোটা চালে বেড়েছে ২ টাকা করে। 

ক্রেতারা বলছেন, সব ধরনের নিত্য পণ্যের দাম বেড়েছে। আমাদের আয়তো বাড়ছে না। এভাবে চলতে থাকলে, কীভাবে সংসার চালাব। রাজধানীতে প্রতিনিয়ত বাড়ছে জীবনযাত্রার ব্যয়। এমনটা চলতে থাকলে পরিবার নিয়ে গ্রামের বাড়িতে চলে যেতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়