শিরোনাম
◈ ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০ ◈ গণমাধ্যমে অপরাধের হার বৃদ্ধির দাবি পুরোপুরি সত্য নয়—প্রধান উপদেষ্টার কার্যালয় ◈ আবু সাঈদ-মুগ্ধদের ‘জাতীয় বীর’ ঘোষণা করতে হাইকোর্টের রুল ◈ শতাধিক ড্রোন নিয়ে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক মিয়ানমারে উলফার ক্যাম্পে, হামলার দাবি ভারতের অস্বীকার ◈ একই ঘরে মা ও দুই শিশুর লাশ, ঘুম ভাঙল নির্মম বাস্তবতায় ◈ ইংল‌্যান্ড ব্যাটারের স‌ঙ্গে চরম বেয়াদ‌বি করায় ভারতীয় পেসার সিরাজ‌কে শা‌স্তি দি‌লো আই‌সি‌সি ◈ লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে নির্বাহী প্রকৌশলীর গায়েবানা জানাযা ◈ সকলের প্রতিরোধের মুখে ফ্যাসিবাদী সরকার ক্রমাগত পশ্চাদপসরণ হতে বাধ্য হয়েছিল : অধ্যাপক আলী রীয়াজ  ◈ বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান লায়ন বাশার গ্রেপ্তার, উচ্চশিক্ষার প্রলোভনে প্রতারণার অভিযোগ ◈ দু-একটি ইসলামী দল জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে, তারা অপপ্রচার করে সত্য লুকানোর চেষ্টা করছে : রিজভী

প্রকাশিত : ১১ জুন, ২০২৫, ০১:৪২ দুপুর
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের ২ মাসে ৮.২ বিলিয়ন ডলারের তেল-বহির্ভূত রপ্তানি

ইরান চলতি ইরানি ক্যালেন্ডার বছরের প্রথম দুই মাসে (২১ মার্চ থেকে ২১ মে) ৮ দশমিক ২৪ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের ২৪ দশমিক ৬ মিলিয়ন টন তেল-বহির্ভূত পণ্য রপ্তানি করেছে। ইসলামি প্রজাতন্ত্র ইরানের শুল্ক প্রশাসনের (আইআরআইসিএ) প্রধান ফরৌদ আসগারি এই তথ্য জানান।

আসগারি উপ-অর্থনীতিমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি বলেন, রপ্তানির পরিমাণ বছরে ৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। যদিও মূল্যের দিক দিয়ে দশমিক ১১ শতাংশ হ্রাস পেয়েছে। রপ্তানিতে গড়ে প্রতি টনে শুল্ক মূল্য ৪ দশমিক ৩ শতাংশ কমে ৩৩৫ ডলারে দাঁড়িয়েছে।

এসময় তেল-বহির্ভূত প্রধান রপ্তানি পণ্যের মধ্যে ছিল তরলীকৃত প্রোপেন (৬৪৩ মিলিয়ন ডলার), প্রাকৃতিক গ্যাস (৪৫৫ মিলিয়ন ডলার), তরলীকৃত বিউটেন (৪৫২ মিলিয়ন ডলার), পেট্রোলিয়াম বিটুমিন (৪১৯ মিলিয়ন ডলার) এবং মিথানল (৩৮৮ মিলিয়ন ডলার)।

পেট্রোকেমিক্যাল পণ্যের পরিমাণ ছিল ৫ দশমিক ৭ মিলিয়ন টন, যার মূল্য ২ দশমিক ২২ বিলিয়ন ডলার। এই পণ্যের রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ওজনের দিক দিয়ে চার শতাংশ বেড়েছে এবং মূল্যের দিক দিয়ে বেড়েছে তিন শতাংশ। সূত্র: তেহরান টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়