মাসুদ আলম: রাজধানীর বাড্ডা এলাকার একটি ভবন থেকে ফেলে দিয়ে অপু ইসলাম (৩৫) নামের এক শ্রমিক লীগ নেতাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ১২ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে নয়টায় এ ঘটনা ঘটে। অপু বাড্ডার থানার ৪১ নং ওয়ার্ড জাতীয় শ্রমিক লীগের আহবায়ক ছিলেন।
অপুর খালাতো ভাই দীপু হাসান বলেন, শুক্রবার রাত সাড়ে ৮টায় সাঁতারকুলে রাস্তা দিয়ে যাওয়ার সময় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা কাটাকাটি হয় অপুর। বৃষ্টির কারণে রাস্তার ডান পাশে পানি জমে ছিল। কে কোন পাশ দিয়ে যাবে সেটা নিয়ে তাদের সঙ্গে বাদানুবাদ হয় অপুর। পরে শিক্ষার্থীরা তাকে ধরে তাদের ভাড়া বাসার ষষ্ঠ তলায় নিয়ে যায়। সেখানে তাকে মারধর করে। এক পর্যায়ে লিফটের ফাঁকা দিয়ে নিচে ফেলে দেয় তাকে। খবর পেয়ে স্বজনরা সেখান থেকে তাকে উদ্ধার করে বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক রাতেই তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, অপু রাজনীতির পাশাপাশি ব্যবসা করতেন। বাড্ডা সাঁতারকুল উত্তর পাড়ার স্থায়ী বাসিন্দা অপু। ১ ছেলে ও ১ মেয়ের জনক ছিলেন।
বাড্ডা থানার ওসি আবুল কালাম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কয়েকজন ছাত্র অপু নামে ওই ব্যক্তিকে নির্মাণাধীন সপ্তম তলা ভবনের ষষ্ঠ তলা থেকে ফেলে দিয়ে হত্যা করে। এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। অপু ইসলামের মৃত্যুর প্রকৃত কারণসহ পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে। সম্পাদনা: তারিক আল বান্না
এমএ/টিএবি/এসবি২
আপনার মতামত লিখুন :