শিরোনাম
◈ উই আর ভেরি হ্যাপি: পররাষ্ট্রমন্ত্রী ◈ যাত্রাবাড়ীতে সিনিয়র জুনিয়র দ্বন্দ্বে ছুরিকাঘাতে স্কুল ছাত্র আহত ◈ নিষেধাজ্ঞা পাওয়ার ব্যক্তিদের নাম প্রকাশ করবে না যুক্তরাষ্ট্র: ডোনাল্ড লু ◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৫:৩২ বিকাল
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৫:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনারগাঁয়ে চোরাই মোবাইলসহ গ্রেপ্তার ৪

মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: সোনারগাঁয়ে বিপুল পরিমান চোরাই মোবাইলসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৩।

শনিবার (১০ জুন) র‌্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, পিপিএম (সেবা), বিজিবিএম, পিবিজিএম, পিএসসি বিষয়টি জানান। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. মিঠু মিয়া মিয়া (৩২), তার অন্যতম সহযোগী মো. আব্দুর রহিম (৬০), মো. রোমান হোসেন (২৫), মো. মোবারক হোসেন (২৮)। 

অধিনায়ক জানান, শুক্রবার সন্ধ্যায় সোনারগাঁয়ের কাঁচপুরে অভিযান চালিয়ে ১৫৫টি বিভিন্ন ব্রান্ড ও মডেলের মোবাইলফোন, ৫৫টি ব্যাটারী এবং নগদ ৩৫৫০ টাকাসহ ওই চারজনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মো. মিঠু মিয়া মিয়া সংঘবদ্ধ মোবাইল চোরাকারবারী চক্রের মূলহোতা। গ্রেপ্তারকৃত অন্যরা তার অন্যতম সহযোগী। তারা দীর্ঘদিন যাবৎ রাজধানী এবং নারায়ণগঞ্জ জেলাসহ বিভিন্ন এলাকা হতে চোরাই ও ছিনতাইকৃত মোবাইলফোন নিজ হেফাজতে রেখে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছে।

তিনি আরও জানান, সংঘবদ্ধ এই চক্রটির নারায়ণগঞ্জ জেলায় একাধিক পয়েন্টে বেশ কয়েকটি সিন্ডিকেট রয়েছে বলে জানায়। এ সকল সিন্ডিকেটের বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে 

  • সর্বশেষ
  • জনপ্রিয়