শিরোনাম
◈ ভিসা নিষেধাজ্ঞার তালিকাটা খুব বড় নয়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ বৈশ্বিক সংকট কাটাতে অবিলম্বে ঐক্যবদ্ধ প্রয়াস দরকার: প্রধানমন্ত্রী ◈ ভিসা নিষেধজ্ঞা কার্যকর সরকারের ওপরে আন্তর্জাতিক মহলের অনাস্থার প্রতিফলন : শামা ওবায়েদ ◈ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনে বাধাদানকারীদের ওপর আজ থেকে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ◈ ‘বেশি কিছু চাইনি, সরকারকে পদত্যাগ করে একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছি মাত্র’ ◈ খালেদা জিয়াকে সিসিইউ থেকে ফের কেবিনে স্থানান্তর ◈ মানবিক কারণে খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠানোর দাবি মির্জা ফখরুলের ◈ রোহিঙ্গাদের জন্য আরো ১১ কোটি ৬০ লাখ  ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৩:৩২ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৬:০৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় লিফটের ফাঁকা দিয়ে ফেলে দিয়ে ব্যবসায়ীকে হত্যা, ৬ আটক

ব্যবসায়ী অপু ইসলাম

মোস্তাফিজুর রহমান: রাজধানীর বাড্ডায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছয় তলা থেকে লিফটের ফাঁকা দিয়ে ফেলে দিয়ে ব্যবসায়ী অপু ইসলাম (৩৫)  কে হত্যা। এঘটনায় ৬জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৯ জুন) রাতে ঘটনাটি ঘটে। গুরতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে এভার কেয়ার হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুস শাকুর বলেন, সংবাদ পেয়ে এভার কেয়ার হাসপাতালের জরুরি বিভাগ থেকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রকৃয়া শেষে শনিবার (১০ জুন) সকালে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠিয়েছেন।

তিনি বলেন, শুক্রবার রাত সোয়া ১০টার দিকে পূর্বের জেরধরে প্রতিপক্ষের লোকজন মারামারি সময়ে সাতারকুল শান্তিপাড়া মাস্টার কমপ্লেক্সের ৭তলা নির্মাণাধীন ভবনে নিয়ে গিয়ে ৬তলা থেকে লিফটের ফাকা দিয়ে নিচে ফেলে দেয়।

নিহতের মামা দীন ইসলাম অভিযোগ করে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে সাতারকুল উত্তরপাড়া বাসার গাছে পানি দিচ্ছিলো। সে সময়ে পানি ছিটে রাস্তায় সনেত, মেহেদী, শাহজাহান তিন শিক্ষার্থীর গায়ে পড়ে। সেখানে তাদের সঙ্গে তর্ক-বিতর্ক মারামারি হয়। শাহাদাত মাস্টার, মোর্শেদ, সাজ্জাদ, ও তাদের ভাড়াটিয়া সনেট, মেহেদী, শাহজাহান তিন শিক্ষার্থী। তারা সকলে মিলে অপু ইসলামকে মারধর করতে করতে নির্মাণাধীন ভবনে নিয়ে ফেলে দেয়। তিনি আরো বলেন, এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

বাড্ডা সাতারকুল উত্তরপাড়ার স্থায়ী বাসিন্দা, মৃত সোহরাব আলম এর ছেলে অপু। এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। দুই ভাইয়ের মধ্যে সে ছিল ছোট।

এমআর/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়