হজরত আলী: মুক্তাগাছায় রাতের আধারে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ঘোগা ইউনিয়নের বিজয়পুর গ্রামের উসমান (২২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শুক্রবার রাতে ওসমান তার ফুফুর বাড়িতে খাওয়া দাওয়া করে বেরিয়ে যায়। ওসমানের চাচি পারভিন আক্তার জানান, রাত নয়টার দিকে বাড়িতে এসে বালিশ নিয়ে বেরিয়ে যায়, পার্শ্ববর্তী হোন্দি বিলের ফিশারি এলাকায় সে রাত্রি যাপন করে। সেখানে ঘুমের মধ্যে দুষ্কৃতকারীরা ওসমান কে কুপিয়ে হত্যা করে।
পরে শনিবার সকালে বিষয়টি জানাজানি হলে, এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়। প্রতিবেশীরা জানান, ওসমানের নামে একটি মাদক মামলা রয়েছে, সে মামলার ভয়ে সে রাতের বেলা বাড়িতে থাকত না। তথ্য নিয়ে জানা যায় ওসমান ডলার প্রতারক চক্রের সাথে জড়িত রয়েছে।
এদিকে ওসমানের স্ত্রী শিরিনা আক্তার বলেন, যারা আমাকে বিধবা করেছে, আমার ৪ বছরের ছেলে সন্তানকে এতিম করেছে, আমি তাদের কঠোর বিচার চাই ।
মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, ময়নাতদন্তের জন্য লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একটি দল কাজ করছে।
প্রতিনিধি/এসএ
আপনার মতামত লিখুন :