শিরোনাম
◈ খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি, সিসিইউতে স্থানান্তর ◈ রাজধানীতে বৃষ্টিতে জমা পানিতে বিদ্যুতায়িত হয়ে চারজনের মৃত্যু ◈ আওয়ামী লীগের ছয় লাখ কর্মী বিএনপির অপপ্রচার রোধে কাজ করবে ◈ আন্দোলন কর্মসূচি ৫ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে বিএনপি ◈ রোডমার্চ বিএনপির নেতাদের দলত্যাগ ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী ◈ চীন ও ভারত সফরে গেছেন সেনাবাহিনী প্রধান ◈ বাজেট স্বল্পতার কারণে নির্বাচনে পূর্ণাঙ্গ  পর্যবেক্ষক দল পাঠাবে না ইইউ ◈ আরো ৬ কোটি ডিম আমদানির অনুমতি  ◈ জলবায়ু সংকট এড়াতে বিশ্বের শীর্ষ ধনীদেশগুলোকে সৎ হতে হবে : প্রধানমন্ত্রী ◈ টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

প্রকাশিত : ২৯ মে, ২০২৩, ০৯:২০ রাত
আপডেট : ২৯ মে, ২০২৩, ০৯:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কামরাঙ্গীচরে কীটনাশক পানে গৃহবধূর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: রাজধানীর কামরাঙ্গীচরে কীটনাশক পানে তমা আক্তার (১৯) নামে গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি কোরআনে হাফেজা ছিলেন। সোমবার (২৯ মে) বিকালে কামরাঙ্গীচর সিলটিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

ঢামেকে হাসপাতালে ভর্তির কিছু সময় পর বিকাল পাঁচ টা ছাব্বিশ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার চাচা রবিউল আউয়ালের অভিযোগ, তার (তমার) স্বামী মানসিকসহ বিভিন্নভাবে তাকে নির্যাতন করতো। বিভিন্ন জিনিসপত্র ক্রয়ের জন্য বিভিন্ন সময়ে টাকাপয়সা দাবি করতো। এ সমস্ত কারনে কিটনাশক পানে মারা গেছে। এ মৃত্যুর জন্য তার স্বামীকেই দায়ী করেন তিনি।

তিনি আরো বলেন, তিন বছর আগে হৃদয় হোসেনের সাথে তার বিয়ে হয়। তাকনিমা আক্তার নামে এক বছর বয়সী তাদের এক কন্যা সন্তান রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ বাচ্চু মিয়া বলেন, জিজ্ঞাসাবাদের জন্য মৃতার স্বামী মোঃ হৃদয় হোসেনকে আটক করা হয়েছে। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবিহিত করা হয়েছে।

তবে তার স্বামী বলেন, ঘটনার সময়ে তিনি বাসায় ছিলেন না। প্রতিবেশীদের মাধ্যমে অসুস্থতার সংবাদ শুনে বাসায় গিয়ে তাকে হাসপাতালে নিয়ে আসি।

নিহত তমা কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার ছাতিরচর গ্রামের মৃত তৈয়ব আলীর মেয়ে এবং একই উপজেলার হৃদয় হোসেন এর স্ত্রী। সম্পাদনা: নাহিদ হাসান

এমআর/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়