শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি: কী পাচ্ছে বাংলাদেশ, কী হারাতে পারে? ◈ রাতেই সোহরাওয়ার্দীতে জড়ো হচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা (ভিডিও) ◈ চাপাতি হাতে ব্যাগ ছিনিয়ে পুলিশের সামনেই হেঁটে গেলো ছিনতাইকারী, ভিডিও ভাইরাল ◈ রাশিয়ার সঙ্গে সম্পৃক্ত ভারতের বৃহত্তম তেল শোধনাগার নায়ারা রিফাইনারির ওপর ইইউর নিষেধাজ্ঞা ◈ রাতের আকাশে ভেসে উঠলো ‘নাটক কম করো পিও’ (ভিডিও) ◈ জটিল ভয়ানক যে রোগে আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! ◈ কুড়িগ্রামে চাঁদা দাবি করা জামায়াতের সেই নেতা সাময়িক বহিষ্কার ◈ বড়াইগ্রামে এক বিষয়ে পরীক্ষা দিয়ে দুই বিষয়ে দুই পরীক্ষার্থী ফেল! ◈ টাঙ্গাইলে পুলিশ হেফাজতে বিএনপি নেতার রহস্যজনক মৃত্যু ◈ এনসিপি’র মার্চ টু গোপালগঞ্জ তলিয়ে দেখা দরকার: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি

প্রকাশিত : ২৭ মার্চ, ২০২৩, ০৫:৪৩ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৩, ০৫:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে অস্ত্রসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার 

আসামি গুলি মাসুদ

এস.এম আকাশ, ফরিদপুর : অস্ত্রসহ একাধিক মামলার আসামি গুলি মাসুদকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

র‌্যাবের লেফটেনেন্ট কমান্ডার কে.এম শাইখ আখতার জানান, র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্প দীর্ঘদিন যাবৎ অস্ত্রধারী কুখ্যাত সন্ত্রাসীদের বিরুদ্ধে কাজ করে আসছে । এরই ধারাবাহিকতায় গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদের বিষয়টি জানতে পারে। গ্রেপ্তার কৃত কুখ্যাত সন্ত্রাসী, চাঁদাবাজ, অস্ত্রধারী ফেন্সি মাসুদ ওরফে গুলি মাসুদ একজন পেশাদার অস্ত্র ও মাদক ব্যবসায়ী ।

তার বিরুদ্ধে মাদক, অস্ত্র, হত্যাসহ মোট ৪ টি মামলা রয়েছে । চাঞ্চল্যকর কাউসার হত্যা মামলারও প্রধান আসামি এই গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদ । জনমনে তাকে নিয়ে আতঙ্ক বিরাজ করছিল । তার উপর র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান ছিল । এরই মধ্যে জানা যায় রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর তার নিজ বসত বাড়ীতে অস্ত্র সহকারে অবস্থান করছে। 

আর ওই সংবাদের ভিত্তিতে সোমবার সকালে রাজবাড়ী জেলার সদর থানাধীন দয়ালনগর এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড এ্যামোনেশন ও চাকুসহ গুলি মাসুদকে আটক করে ।

আটককৃত আসামি হলেন, রাজাবাড়ী সদর দয়ালনগর গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে মো. মাসুদ রানা (৪০)। 

এ সময় আটককৃত আসামির হেফাজত হতে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড এ্যামোনেশনও চাকুসহ এবং ২ টি সীমকার্ডসহ ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। আমরা বিশ্বাস করি তার গ্রেপ্তারে জনমনে স্বস্তি ফিরে আসবে এবং আইন শৃংখলা পরিস্থিতির স্বাভাবিকতা বজায় থাকবে । উদ্ধারকৃত বিদেশী পিস্তল ও অন্যান্য আলামতসহ গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন । 

তিনি আরো জানান, মাদক, সন্ত্রাস চাঁদাবাজিসহ সকল প্রকার অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে র‌্যাবের কার্যক্রম চলমান থাকবে। সম্পাদনা: ইস্রাফিল ফকির 

প্রতিনিধি/আইএফ/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়