শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২৩, ০৩:০০ দুপুর
আপডেট : ২৩ মার্চ, ২০২৩, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড্ডায় শিক্ষার্থীর আত্মহত্যা

আত্মহত্যা

মোস্তাফিজুর রহমান: রাজধানীর মধ্যে বাড্ডায় ইমতিয়াজ আহমেদ আদর(২২) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।

সে বেসরকারি বিশ্ববিদ্যালয় উত্তরায় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটির সিভিল ৪র্থ সেমিস্টারের শিক্ষার্থী ছিলো।
বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ৫টার দিকে মধ্য বাড্ডার পোস্ট অফিস গলির ভারা বাসায় এ ঘটনা ঘটে। 

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে সকল পৌনে ৮টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

মৃতের স্ত্রী নুসরাত সুলতানা বলেন, সাত মাস পূর্বে আমাদের সম্পর্কের মাধ্যমে বিবাহ হয়। ইমতিয়াজের পরিবারের কেউ তা মেনে নেয়নি, তা নিয়ে দীর্ঘদিন ধরে তার স্বামী হতাশাগ্রস্ত ছিল। আজ সকালে নামাজ পড়ে ঘুমিয়ে পড়ে ছিল সে সময় ইমতিয়াজ বাসার বাথরুমের গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দেয়।

পরে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল পৌনে আটটা ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসা তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত ইমতিয়াজ ভোলা সদর উপজেলার মনির উদ্দীনের ছেলে। দুই ভাই এক বোনের মধ্যে সে ছিল বড়।

এমআর/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়