জাফর খান: চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে বৃহস্পতিবার (২৩ মার্চ) সকালে দুবাই ফেরত মোহাম্মদ জিয়াউদ্দিন নামের এক যাত্রীর শরীর তল্লাশি করে ৩২টি সোনার বার জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। জিয়াউদ্দিনের শরীর তল্লাশি করে ২৩টি এবং পায়ুপথ দিয়ে বের করে আনা হয় আরো ৯টি সোনার বার।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান জানান, জিয়াউদ্দিনের গ্রামের বাড়ি চট্টগ্রামের হাটহাজারীর এনায়েতপুর এলাকায়। তার বাবার নাম আবুল বাশার।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল দুবাই থেকে আসা ‘বিজি ১৪৮’ বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে তল্লাশি করে এসব স্বর্ণ উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা সোনার বারগুলোর ওজন ৩ কেজি ৭৩২ গ্রাম। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩ কোটি ২১ লাখ টাকা। অভিযুক্তের বিরুদ্ধে পতেঙ্গা থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে। সম্পাদনা: মাজহারুল ইসলাম
জেকে/এমআই/একে
আপনার মতামত লিখুন :