শিরোনাম
◈ ডিজিটাল নিরাপত্তা আইন প্রয়োগ বন্ধের আহ্বান জানালেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ◈ আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাইকে হারিয়ে গুজরাটের জয় ◈ পাকিস্তানে যাকাত নিতে এসে পদদলিত হয়ে ১১ জনের মৃত্যু ◈ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শক মাতালেন অরিজিৎ সিং ◈ মহান স্বাধীনতাকে হেয় করে প্রথম আলোর প্রকাশিত প্রতিবেদনের নিন্দা ◈ শনিবার আওয়ামী লীগের যৌথ সভা  ◈ আইনের শাসন না থাকায় কারো জীবনের নিরাপত্তা নেই: মির্জা ফখরুল ◈ বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা ◈ সরকার নির্ধারিত দামেই নিত্যপণ্য বিক্রি হচ্ছে বলে দাবি বাণিজ্যমন্ত্রীর ◈ কিছু পত্রিকা উদ্দেশ্যপ্রণোদিতভাবে নেগেটিভ রিপোর্ট করে: তথ্যমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২৩, ০৬:২৬ বিকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২৩, ০৬:৫২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজগঞ্জে ৪৮ লাখ টাকার গাঁজা জব্দ, আটক ১

আটককৃত ফারুক মিয়া

সোহাগ হাসান, সিরাজগঞ্জ: মাদক বিরোধী অভিযানে সিরাজগঞ্জে তেলের খালি ড্রাম সরবরাহের আড়ালে ১৩৭ কেজি গাঁজার একটি বড় চালান পাঁচারের সময় মাদক কারবারি ফারুক মিয়া (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১২। আটককৃত ফারুক মিয়া কুমিল্লা জেলার মুরাদনগর থানার পোয়া পাথর গ্রামের আবুল কালামের ছেলে। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজার মুল্য ৪৭ লক্ষ ৯৫ হাজার হাজার টাকা।

রোববার (১৯ মার্চ) ভোর রাতে সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের ঠাকুর ট্যাক এলাকায় সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের পাশে একটি ট্রাকে তল্লাশি করে গাঁজাসহ এই মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক জব্দ করা হয়েছে।

র‌্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এরশাদুর রহমান এ তথ্য জনান।

পুলিশ সুপার এরশাদুর রহমান বলেন, খালি তেলের ড্রাম সরবরাহের আড়ালে কুমিল্লা থেকে বিপুল পরিমান মাদকের চালান নিয়ে একটি মিনি ট্রাক সিরাজগঞ্জের উদ্দেশ্যে আসছে এমন সংবাদের ভিত্তিতে রোববার ভোর রাতে উপজেলার ঠাকুর ট্যাক এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। চেকপোস্ট দেখে মাদক কারবারি পালানোর চেস্টা করে। এসময় র‌্যাবের সদস্যরা তাকে আটক করে ট্রাকে তল্লাশি চালায়। এক পর্যায়ে ট্রাকে থাকা খালি ২৪টি তেলের ড্রামের ভেতরে ১৩৭ কেজি গাঁজা জব্দ করা হয়। এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ১ টি ট্রাক, ২৪ টি তেলের ড্রাম ও ১ টি মোবাইল জব্দ করা হয়েছে।

তিনি আরো জানান, আটককৃত মাদক কারবারি ফারুক মিয়ার বিরুদ্ধে সদর থানায় মামলাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়