এফ এ নয়ন: টঙ্গীতে কামরুন নাহার (৪১) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলার শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার ছোটহরণ গ্রাম। মৃত হাজী আব্দুল গনি মিয়ার মেয়ে। তিনি টঙ্গীর ভরান এলাকায় স্বামী নাজিমুদ্দিনের সঙ্গে বাস করতেন।
মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পূর্ব থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) মহিউদ্দিন ফারুক। তিনি বলেন, ‘কামরুনের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
ওসি জানান, টঙ্গীর ভরান এলাকার একটি আটতলা ভবনের চিলেকোঠায় স্বামীর সঙ্গে বাস করতেন কামরুন নাহার। গতকাল শনিবার রাতে ওই ভবন থেকে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
প্রতিনিধি/এনএইচ
আপনার মতামত লিখুন :