শিরোনাম
◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ প্রাথমিক স্কুলে অ্যাসেম্বলি বন্ধ রাখার নির্দেশ ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৪ দুপুর
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২৩, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টাকার জন্য বন্ধুর হাতে খুন বন্ধু

আইনুর ইসলাম, বগুড়া: বগুড়ার শাজাহানপুরে কলেজ শিক্ষার্থী আশিক (১৭) হত্যার ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডের সাথে জড়িত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ হত্যাকান্ডের সাথে জড়িত মূল আসামি নিহত আশিকের বন্ধু। 

গ্রেপ্তারকৃতরা হলেন, বগুড়ার শাজাহানপুর উপজেলার পরানবাড়ীয়া পূর্বপাড়া এলাকার মো. কাউছার (২২), একই উপজেলার ঝালোপাড়া এলাকার মো. মাহমুদুল (২০) এবং রামপুর এলাকার মো. সাহান (২০)।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার মো. শরাফত ইসলাম জানান, ৪০০ টাকার জন্য আশিককে হত্যা করেছে তার বন্ধুরা। এ ঘটনায় থানায় অভিযোগ পাওয়ার পরেই শাজাহানপুর থানার একটি দল আশিক হত্যার তদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িত ৪ জন আসামির মধ্যে ৩ জন আসামিকে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাকাদে, গ্রেপ্তারকৃতরা ধারালো ছুরি দিয়ে গলা ও পায়ের রগ কেটে আশিককে হত্যার কথা স্বীকার করেছে। আসামিরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। এ হত্যাকান্ডে ব্যবহৃত ২টি ছুরি ও নিহত আশিকের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। হত্যাকান্ডের সাথে জড়িত পলাতক আসামিকে গ্রেপ্তারের  চেষ্টা অব্যাহত আছে। সম্পাদনা: অনিক কর্মকার

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়