শিরোনাম
◈ ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা ৩৫ ◈ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু ◈ রাশিয়ায় শিশুকন্যা যুদ্ধবিরোধী  ছবি আঁকায় বাবার কারাদণ্ড ◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশ ও ভিয়েতনামের অর্থনৈতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর  ◈ মন্দা ও লুটপাটে দেশের অর্থনীতি বিপর্যস্ত: জি এম কাদের ◈ আদালতে প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামান ◈ শিক্ষার্থী অরিত্রীর আত্মহত্যা: ভিকারুননিসার দুই শিক্ষিকার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৩, ০৮:৩০ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২৩, ১০:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

লাঠির আঘাতে নিহত

ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের মিঠামইনে ছেলে হাতে মা মনমোহনী দাস (৭০) নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ছেলেকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ জানুয়ারি) সকালে উপজেলার মিঠামইন সদর ইউনিয়নের গোবিন্দপুর বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনমোহনী দাস উপজেলার গোবিন্দপুর বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের স্ত্রী। জানা গেছে, বড়হাটি গ্রামের মৃত হরিলাল দাসের ছেলে ইন্দ্রজিত দাস (৪৫) দীর্ঘদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন। তাকে নিয়মিত চিকিৎসা করানো হলেও ভালো হচ্ছেন না।

শনিবার সকালে ইন্দ্রজিত তার মায়ের প্রতি ক্ষিপ্ত হয়ে একপর্যায়ে লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই মা মনমোহনী দাসের মৃত্যু হয়।  

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কলিন্দ্র নাথ গোলদার জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের ছেলে ইন্দ্রজিতকে আটক করে থানায় নেওয়া হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়