শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৬:৩২ বিকাল
আপডেট : ০৫ ডিসেম্বর, ২০২২, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরারের কলাবাগানে মিললো ক্ষত-বিক্ষত ২ মরদেহ

মরদেহ উদ্ধার

এম.আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী): নরসিংদীর রায়পুরায় একটি কলাবাগান থেকে অজ্ঞাত নামা দুই ব্যাক্তির ক্ষত-বিক্ষত জোড়া লাশ দেখতে পায় স্থানীয়রা। 

সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে তাদের লাশ পাওয়া যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

স্থানীয়রা জানায়, উপজেলার আদিয়াবাদ ইউনিয়নের শেরপুর গ্রামের রফিকুল ইসলামের কলা বাগানে ২টি লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এর মাধ্যমে পুলিশকে খবর দেয়। পরে রায়পুরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায়। ধারালো অস্ত্রের আঘাতে নিহতদের মুখ বিভৎস ভাবে জখম করে হত্যা করা হয়েছে। এছাড়াও লাশ দুটির গলা, মাথা, মুখ, হাতের কব্জি সহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক আঘাতের চিহ্ন দেখা গেছে।

স্থানীয়দের ধারনা রোববার (৪ ডিসেম্বর) রাতের কোন এক  সময় দূর্বৃত্তরা এ ঘটনা ঘটাতে পারে।

খবর পেয়ে রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর হোসেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অনির্বাণ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ, অফিসার ইনচার্জ আজিজুর রহমান সহ সিআইডি, পিবিআই, গোয়েন্দা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন। বিকেল ৫টা পযর্ন্ত নিহতদের লাশ সুরুতহাল করে উদ্ধারের প্রক্রিয়া চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) অনির্বাণ চৌধূরী জানান, দুপুরে জরুরি সেবা ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্তের চেষ্ঠা চালানো হচ্ছে। বর্তমানে পুলিশ, পিবিআই, সিআইডি, গোয়েন্দা পুলিশ (ডিবি) সদস্যরাও লাশ শনাক্তের পাশাপাশি আলামত উদ্ধারে কাজ করে যাচ্ছে। 

তিনি আরো বলেন, ধারণা করা হচ্ছে রাতের কোন একসময় এ ঘটনা ঘটতে পারে। নিহতদের পরিচয় শনাক্তে আঙ্গুলের ছাপ সহ নানা পদক্ষেপ নেওয়া হচ্ছে। ময়না তদন্ত শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়