নেয়ামুল হক নয়ন, গজারিয়া : বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে বাউশিয়া পাখী মোড় দিয়ে কুমিল্লা থেকে ঢাকা গামী একটি প্রাইভেট কার মূল সড়ক থেকে ফরায়েজীকান্দি গ্রামের রাস্তায় দ্রুত গতিতে নেমে যায়।
পরে দাউদকান্দি থানা পুলিশের সদস্যরা প্রাইভেটকারটির সন্ধান জানতে চাইলে স্থানীয়রা তাদের সেটি দেখিয়ে দেন। এ সময় প্রাইভেট কারটিতে বিপুল পরিমাণ মাদক দেখতে পায়।
প্রাইভেট কারটিতে থাকা ২৭৩ বোতল ফেন্সিডিল, ৭০ কেজি গাজা ও ৩ বোতল বিদেশি মদসহ একটি প্রাইভেট জব্দ করেছে পুলিশ।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী এ তথ্য নিশ্চত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়ার বাউসিয়া পাখির মোর এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় কুমিল্লার দিক থেকে আসা ওই প্রাইভেট কারটি পুলিশের উপস্থিতি টের পেয়ে ফরাজিকান্দি এলাকার রাস্তায় দিকে ডুকে যায়। এ সময় পুলিশ ওই গাড়িটি ধাওয়া করলে রাস্তার পাশে প্রাইভেট কার রেখে পালিয়ে যায় চালক। পরে গাড়ি থেকে ২৭৩ বোতল ফেন্সিডিল,৭০ কেজি গাজা ও ৩ বোতল বিদেশি মদ ওই গাড়ি থেকে উদ্ধার করা হয়।
এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
প্রতিনিধি/জেএ
আপনার মতামত লিখুন :