শিরোনাম
◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:২৮ বিকাল
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:৫১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক গ্রেপ্তার 

প্রতারক গ্রেপ্তার 

মাসুদ আলম : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মো. ইউসুফ (৪২) নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। রোববার (২৭ নভম্বের) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।  তার কাছ  একটি মোবাইল ফোন ও কিছু টাকা জব্দ করা হয় । তিনি মুন্সিগঞ্জের সিরাজদীখান থানার নীমতলী এলাকার বাসিন্দা।  নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার কান্দাপাড়া এলাকায় বসবাস করতেন।

সোমবার (২৮ নভম্বের) র‌্যাব-১০’র অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বলেন,  ইউসুফের বিরুদ্ধে র‌্যাবের সার্জেন্ট পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। গত ১৬ অক্টোবর মো. সাদ্দাম (৩২) নামে এক যুবককে র‌্যাব পরিচয় দিয়ে যাত্রাবাড়ী থানাধীন শহীদ ফারুক রোড এলাকা থেকে মোটরসাইকেলযোগে শনিরআখড়া নিয়ে যান তিনি।

সেখানে সাদ্দামকে মামলা দেওয়ার হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। পরে ভুক্তভোগী তার পরিবারের লোকজনকে ফোন করে ইউসুফকে ১০ হাজার টাকা আনিয়ে দেন।

তিনি আরও বলেন, এ ছাড়া ইউসুফ র‌্যাবের বিভিন্ন কর্মকর্তা পরিচয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে প্রতারণা করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতেন।  

এমএ/এএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়