সঞ্চয় বিশ্বাস: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দেয়া ছাত্রলীগ নেতা আরমিন আহমেদকে (২৭) কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মির্জাপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার সঙ্গে থাকা আরেক ছাত্রলীগ নেতা ফরিদও (২৮) আহত হন। সময়টিভি, নিউজবাংলা, ইত্তেফাক
আরমিনের স্বজনরা জানান, শনিবার রাত ১০টার দিকে দুটি মোটরসাইকেলে চার বন্ধুসহ থানারঘাট এলাকায় একটি হোটেলে খেতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফেরার পথে মির্জাপুর বাইপাস সড়কে পৌঁছলে দুটি মাইক্রোবাসে করে ১৫ থেকে ২০ জন যুবক এসে তাদের গতিরোধ করে এ হামলা চালায়। এ সময় তার সঙ্গে থাকা অন্যরা দৌড়ে পালিয়ে গেলে হামলাকারীরা আরমিনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। তাকে উদ্ধার করে প্রথমে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে রাতেই তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত আরমিন আহমেদ জানান এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
পাকুন্দিয়া থানার পুলিশ পরিদর্শক মো. নাহিদ হাসান সুমন জানান, এ বিষয়ে এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
গত ৬ অক্টোবর কাঙ্ক্ষিত পদ না পাওয়ার অভিযোগ এনে দুধ দিয়ে গোসল করে ছাত্রলীগ ছাড়ার ঘোষণা দিয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাইল হয়েছিলেন।
উল্লেখ্য, ১২ বছর পর ৫ অক্টোবর নতুন কমিটি পায় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. আনোয়ার হোসেন মোল্লা ও সাধারণ সম্পাদক মোহাম্মদ ফয়েজ ওমান খান স্বাক্ষরিত ১৯ সদস্যবিশিষ্ট পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
এসবিটু/এনএইচ
আপনার মতামত লিখুন :