হারুন রশীদ, ফরিদপুর : ফরিদপুরের মধুখালী উপজেলায় ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র ্যাব-৮। পরে আটকৃতদের মধুখালী থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। শুক্রবার (০৭ অক্টোবর) দুপুরে ফরিদপুরের মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম তাদের আটকের সত্যতা নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন, জেলার মধুখালী উপজেলার কাঁটাখালী এলাকার আক্তার শেখের ছেলে চাঁন আলী শেখ (২৬) ও মাগুরা জেলার নরশিংহাটি এলাকার আলেক মোল্লার ছেলে মো. আকরাম হোসেন (৫৩)।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, এ সংক্রান্তে মধুখালী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পরে আটককৃত আকরাম ও আলী শেখকে দুপুরে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে। এ এইচ
আপনার মতামত লিখুন :