শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ১২:৪৪ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৪:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তক্ষক-সহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

গ্রেপ্তার

রেজাউল করিম, শ্রীনগর (মুন্সীগঞ্জ) : মুন্সীগঞ্জের শ্রীনগরে আনুমানিক ২০ লাখ টাকা মূল্যের তক্ষক-সহ সাবেক এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। বৃহস্পতিবার বিকেলে শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজার থেকে আটপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ আলী কেলে (৪০) কে গ্রেপ্তার করে র‌্যাব-১০। এসময় তার কাছ থেকে একটি জীবিত তক্ষক উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, শ্রীনগর উপজেলার সিংপাড়া বাজার থেকে বিদেশে পাচারের উদ্দেশ্যে জীবিত বন্যপ্রাণী তক্ষক কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভাগ্যকুল ক্যাম্পের র‌্যাব-১০ এর একটি টিম অভিযান পরিচালনা করে।

এসময় সিংপাড়া বাজারের দুখাই শেখের চায়ের দোকানের সামনে থেকে তক্ষক সহ একই এলাকার মোঃ আলী কেলেকে আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, উদ্ধারকৃত তক্ষকটির দৈর্ঘ ১২ ইঞ্চি এবং ওজন ১২৬ গ্রাম। কেলে দীর্ঘদিন ধরে সরকারের অনুমোতি ব্যাতিত বিদেশে তক্ষক পাচারকারী চক্রের সাথে অবৈধ কেনা বেচায় জড়িত।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃত মোঃ আলী কেলে জানায়, তক্ষকটির আনুমানিক মুল্য ২০ লাখ টাকা। কেলের বিরুদ্ধে বন আইন এবং বন্যপ্রাণী সংরক্ষন ও নিরাপত্তা আইনে শ্রীনগর থানায় মামলা হয়েছে।

শ্রীনগর থানায় র‌্যাবের দায়েরকৃত এজাহার সূত্রে জানা গেছে, র‌্যাব তক্ষকটি শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন খানের কাছে হস্তান্তর করেছে।

শ্রীনগর উপজেলা বন কর্মকর্তা সেলিম হোসেন খান জানান, আদালতের নির্দেশে পাওয়া গেলে তক্ষকটি উপযুক্ত পরিবেশে অবমুক্ত করার ব্যবস্থা করা হবে।

প্রতিনিধি/এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়