শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৮ রাত
আপডেট : ২১ সেপ্টেম্বর, ২০২২, ০৮:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সন্তান জন্ম দিতে না পারায় নিজের শরীরে আগুন!

দশমিনা থানা, পটুয়াখালী

নিউজ ডেস্ক: সন্তান জন্ম দিতে না পারায় ডিজেল ঢেলে নিজের শরীরে নিজেই আগুন দিয়েছেন সুমি (৩০) নামে এক গৃহবধূ। তিনি পটুয়াখালীর থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সহিদুল আলমের স্ত্রী। ঢাকা পোস্ট

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে দশমিনা থানা সংলগ্ন ওই পুলিশ কর্মকর্তার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে সুমিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

বিয়ের পর থেকে বাচ্চা না হওয়ার কারণে প্রায়ই দুশ্চিন্তা ও পাগলামি করতেন সুমি। এ নিয়ে অনেক চিকিৎসক ও কবিরাজ দেখিয়েও কোন লাভ হয়নি। তবে সহিদুল তার স্ত্রীর প্রতি সব সময় সন্তুষ্ট ছিলেন ও পারিবারিক কোন কলহ ছিল না তাদের মধ্যে। সহিদুলের স্ত্রী নিজের গায়ে ডিজেল ঢেলে আগুন দিয়েছে বলেও জানান বাড়ীওয়ালা হারুন ফরেস্টার।  

চিকিৎসক মিঠুন চন্দ্র হাওলাদার জানান, পুলিশ কর্মকর্তার স্ত্রী সুমির শরীরের ৫০ শতাংশের বেশি আগুনে পুড়ে গেছে। তাকে রাতেই উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সেখান থেকে সুমিকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই চিকিৎসক। 

দশমিনা থানা পুলিশের ওসি (তদন্ত) অনুপ দাস বলেন, আমরা বিষয়টি অবগত আছি। এএসআই সহিদুলের পারিবারিক কোনো সমস্যা ছিল না। তার স্ত্রী এমনটা কেন করেছেন তা জানতে পারিনি। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছে। রিপোর্ট: আলামিন শিবলী 

  • সর্বশেষ
  • জনপ্রিয়