শিরোনাম
◈ টাকা ফেরাতে আইন, প্রযুক্তি ও আন্তর্জাতিক সমন্বয়ে জোর দিচ্ছে সরকার ◈ দুর্বৃত্তের হামলায় সোহরাওয়ার্দী উদ্যানের পাশে ঢাবি শিক্ষার্থী নিহত ◈ যেসব এলাকায় বুধবার বিদ্যুৎ থাকবে না জানিয়ে বিজ্ঞপ্তি ◈ ব্যাটারি চালিত রিকশা বন্ধে কড়া বার্তা: তিন রিকশা ভাঙচুর, চালকদের ক্ষতিপূরণ ও বিকল্প আয়ের আশ্বাস ◈ যে কারণে বাংলাদেশে বিমানবন্দরে আটকানো হয়েছিলো কলকাতার অভিনেতা শাশ্বতকে! (ভিডিও) ◈ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি পুরোপুরি বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার : প্রেস সচিব ◈ আ. লীগের নিবন্ধন বাতিলের পর সম্পদ বাজেয়াপ্তের দাবি উঠেছে, নেতারা এখন কি করবে?  ◈ প‌রি‌স্থি‌তি স্বাভা‌বিক, পাকিস্তান-বাংলাদেশ সিরিজের নতুন সূচি প্রকাশ ◈ ভারত আবার বাড়াবা‌ড়ি কর‌লে আমরা চুপ থাকবো না: শহীদ আফ্রিদি ◈ ভারত শাসিত কাশ্মীরে আবারও বন্দুকযুদ্ধ, নিহত ৩

প্রকাশিত : ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ দুপুর
আপডেট : ০৩ জানুয়ারী, ২০২৪, ০২:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লা-১ আসনে নৌকা-লাঙ্গল-ঈগলের লড়াই

মোশায়ারা আক্তার জলি, দাউদকান্দি: [২] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন কুমিল্লা-১ (দাউদকান্দি-তিতাস) আসনের প্রার্থীরা। শীতকে উপেক্ষা করে এলাকার উন্নয়ন ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটেছেন ভোটারদের দ্বারে দ্বারে। এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। পাড়া থেকে মহল্লায় প্রার্থীর সঙ্গে কর্মী-অনুসারী ও সমর্থকেরাও চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার।

[৩] এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সবুর, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈম হাসানসহ ৮ জন প্রার্থী প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। ভোটের মাঠে ৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া বাকি প্রার্থীরা এলাকায় তেমন পরিচিত নন। জনগণের সাথেও তাদের তেমন সম্পৃক্ততা নেই। অর্থাৎ সাধারণ ভোটাররা তাদেরকে চিনেন না। তাদের অনেকেরই কেন্দ্রে এজেন্ট দেয়ার মতো নেতাকর্মী বা অবস্থান নেই বলে জানান এলাকাবাসী।

[৪] এই আসনটিতে অন্য প্রার্থীরা হলেন- জাসদের বড়ুয়া মনোজিত ধীমান (মশাল), তৃণমূল বিএনপির সুলতান জিসান উদ্দিন (সোনালী আঁশ), ইসলামী ঐক্যজোটের মাওলানা নাছির উদ্দিন (মিনার), বাংলাদেশ তরিকত ফেডারেশনের মো. জাকির হোসেন (ফুলের মালা)। বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো.জসিম উদ্দিন ভূঁইয়া (ছড়ি)।

[৫] দাউদকান্দি উপজেলার একটি পৌরসভা, ১৫টি ইউনিয়ন ও তিতাস উপজেলার ৯টি ইউনিয়ন নিয়ে গঠিত কুমিল্লা-১ আসন। এই আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৩ হাজার ৫২০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৮ হাজার ৩৩৮ জন এবং নারী ভোটার ২ লাখ ২৫ হাজার ১৮২ জন।

[৬] এই আসনে নৌকা প্রতীকের বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুরের সঙ্গে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের সাবেক সংসদ সদস্য আমির হোসেন ভূঁইয়া ও স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ নেতা ব্যারিস্টার নাঈম হাসানের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বীতা হতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। তবে এই আসনের দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান ও তিতাস উপজেলা চেয়ারম্যান ঈগল প্রতীকের সমর্থনে মাঠে নামার কারণে নির্বাচন আরও বেশি জমে উঠেছে বিভিন্ন এলাকা ঘুরে ও ভোটারদের তথ্যানুসারে জানা যায়।

[৭] নৌকা প্রতীকে এবারই প্রথম মনোনয়ন পেলেন ছাত্রলীগের রাজনীতি থেকে উঠে আসা ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর। ক্লিন ইমেজের কারণে তৃণমূলে রয়েছে তার ব্যাপক গ্রহণযোগ্যতা। এই আসনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করে আবদুস সবুর বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গঠনের লক্ষ্যে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে জনগণ নৌকা প্রতীকেই তাদের ভোটাধিকার প্রয়োগ করবে।

[৮] অন্যদিকে ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে লাঙ্গল প্রতীকের আমির হোসেন ভূঁইয়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য হওয়ার পর নানান উন্নয়ন কর্মকান্ডের কারণে তারও জনপ্রিয়তা বেড়েছে। এবার সংসদীয় আসন পুনর্বিন্যাসের কারণে দাউদকান্দি উপজেলার ভোটারদের কাছে অনেকটাই নতুন মুখ হলেও তিতাস উপজেলায় রয়েছে তার ব্যাপক জনপ্রিয়তা।

[৯] তবে দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়েছেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাঈম হাসান। আসনটির দুই উপজেলার দাউদকান্দি ও তিতাস উপজেলা পরিষদ চেয়ারম্যানদ্বয় ঈগল প্রতীকে সমর্থন দিয়ে মাঠে থাকায় এই আসনটিতে ভোটের হিসেব-নিকেশ জমে উঠেছে।

[১০] ব্যারিস্টার নাঈম হাসান বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদেরই এগিয়ে আসতে হবে।তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সর্বস্তরের জনসাধারণের পাশাপাশি তরুণ ভোটাররা আমাকেই বেছে নেবে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়