রাকিবুল ইসলাম, রংপুর: [২] রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহনের জন্য আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য বানিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ আরও ৫ জন। ছয়জনের মধ্যে কে হচ্ছেন নৌকার মাঝি। এ নিয়ে জোরেশোরে আলোচনা শুরু হয়েছে দলীয় নির্বাচনী এলাকার নেতাকর্মীসহ রাজনৈতিক মহলে। ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যেও।
[৩] বাণিজ্যমন্ত্রী ছাড়া অন্যদের মধ্যে কাউনিয়া উপজেলার বাসিন্দা হিসেবে ৩ জন। রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুল, কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম মায়া, ব্যারিষ্টার আনোয়ার হোসেন। এছাড়া পীরগাছা উপজেলার ২ জন। তারা হলেন, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য মনোয়ারুল ইসলাম মাসুদ, এ্যাডভোকেট রফিক হাছনাইন।
[৪] গতকাল সোমবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তরে রংপুর বিভাগের মনোনয়ন বিক্রির সাথে জড়িত মনোয়ারুল ইসলাম মাসুদ এ তথ্য জানান।
[৫] রংপুর জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পীরগাছা ও কাউনিয়ায় ভোটার সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৬৪৭ জন। এর মধ্যে পীরগাছার ভোটার সংখ্যা ২ লাখ ৭৬ হাজার ২৪৫ জন। পুরুষ ভোটার ১ লাখ ৩৬ হাজার ২০ জন। মহিলা ভোটার ১ লাখ ৪০ হাজার ২২৩ জন। তৃতীয় লিঙ্গের দুজন। কাউনিয়ার ভোটার সংখ্যা ২ লাখ ১৩৯৮ জন। পুরুষ ভোটার ৯৮ হাজার ৭৭৮ জন ও মহিলা ভোটার ১ লাখ ২ হাজার ৬১৮ জন।
[৬] রংপুর-৪ আসনটি গোটা রংপুর বিভাগের মধ্যে অন্যতম বলে এ আসনের দলীয় মনোনয়ন পাওয়া না পাওয়া নিয়ে গোটা রংপুরের মানুষের মাঝে একটা কৌতুহল রয়েছে। ফলে এ আসনটি ঘিরে রয়েছে শিল্পপতি প্রার্থীদের দৌড়ঝাপ। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে কে হচ্ছেন নৌকার কান্ডারী সেই হিসেব-নিকেশ করতে ব্যস্ত সাধারণ ভোটাররা।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :