তানজীর মহসিন, বেনাপোল: [২] যশোরের বেনাপোল পোর্ট থানার ভবেরবেড় গ্রামের একটি পুকুরের ঝোপের মধ্যে থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করেছে র্যাব। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ককটেল গুলো উদ্ধার করা হয়। র্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান।
[৩] তিনি জানান, যশোর জেলার বেনাপোল পোর্ট থানারি ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিমপাশে ঝোপের মধ্যে বিপুল পরিমাণ ককটেল বোমা মজুদ রয়েছে। এমন খবরের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান পরিচালনা করে একটি বালতি থেকে ২১টি ককটেল বোমা উদ্ধার করা হয়। উক্ত ককটেল বোমা মজুদকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
[৪] উদ্ধার ককটেলের জব্দ তালিকা করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
প্রতিনিধি/একে
আপনার মতামত লিখুন :