শিরোনাম
◈ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত ◈ বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ◈ মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮ ◈ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস ◈ আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে: রিজভী ◈ দ্বিতীয় দফায় ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি   ◈ আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ◈ টাইপিংয়ে ভুলের কারণে সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ◈ ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি ◈ সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমিয়েছে বাজুস

প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৩, ০১:৫৩ দুপুর
আপডেট : ২১ নভেম্বর, ২০২৩, ০১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফেনী জেলা জামায়াতের আমীর একেএম সামসুদ্দিন গ্রেপ্তার

এমরান পাটোয়ারী, ফেনী: [২] জামায়াতে ইসলামের ফেনী জেলা আমীর একেএম সামসুদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার জামায়াতের নিবন্ধন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বাসায় ফেরার পথে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তিনি ফেনী মডেল থানা হাজতে রয়েছেন।

[৩] ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম চৌধুরী জানান, ৮ অক্টোবর ফেনীতে জামায়াতের বিক্ষোভে মিছিলে পুলিশের কাজে বাঁধা দেয়ার অভিযোগে একেএম শামছুদ্দিনসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা রয়েছে। এই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪] জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের নিবন্ধন বাতিলের রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। মঙ্গলবার ফেনী শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়ক বিক্ষোভ মিছিল বের হয়ে মহিপালে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। ফেনী জেলা জামায়াত আমির এ কে এম সামসুদ্দিন এতে নেতৃত্বে দেন।

[৫] ফেনী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তারের নিন্দা জানিয়ে জেলা সেক্রেটারী মুফতি আবদুল হান্নান বলেন, বিরোধী মতের ওপর দমন পীড়ন চালিয়ে সরকার এক তরফা পাতানো নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। এভাবে হামলা-মামলা দিয়ে গ্রেপ্তার করে একদফা আন্দোলনকে দমাতে পারবে না তারা।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়