শিরোনাম
◈ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির বৈঠক অনুষ্ঠিত ◈ বৃহস্পতিবার থেকে ৬৫০ টাকায় গরুর মাংস বিক্রির সিদ্ধান্ত ◈ মহাখালী রয়েল ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ড, দগ্ধ ৮ ◈ ব্যক্তিগত হাজিরা থেকে অব্যহতি পেলেন ড. ইউনূস ◈ আওয়ামী লীগ এখন লোক ভাগানোর দলে পরিণত হয়েছে: রিজভী ◈ দ্বিতীয় দফায় ২৯টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে নিবন্ধন দিলো ইসি   ◈ আওয়ামী লীগের সঙ্গে জোট হবে না, জানালেন জাতীয় পার্টি মহাসচিব চুন্নু ◈ টাইপিংয়ে ভুলের কারণে সংসদে পাস হওয়া শ্রম আইন ফেরত দিয়েছেন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী ◈ ঢাকার রিকশা ও রিকশাচিত্র পেল ইউনেস্কোর স্বীকৃতি ◈ সোনার দাম ভরিতে ১৭৫০ টাকা কমিয়েছে বাজুস

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ১১:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফতুল্লার বিএনপি নেতা 'টিপু' ঢাকায় গ্রেপ্তার

অপু রহমান, নারায়ণগঞ্জ: [২] নাশকতার মামলায় ফতুল্লা থানা বিএনপি'র আহবায়ক কমিটির কার্যকরী সদস্য ও ফতুল্লা ইউনিয়ন ৮ নং ওয়ার্ড বিএনপি'র কার্যকারী কমিটির সভাপতি মো. রুহুল আমিন টিপু (৫৬) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১০। ফতুল্লা থানাধীন ফতুল্লা ইউনিয়নের ৮নং ওয়ার্ড নিউ হাজীগঞ্জ এলাকার মৃত আব্দুল আমিন মিয়ার ছেলে মো. রুহুল আমিন টিপু। 

[৩] সোমবার (২০নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সহকারী পরিচালক আমিনুল ইসলাম। এর আগে রবিবার ১৯নভেম্বর দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

[৪] র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (অপস্) অধিনায়ক আমিনুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার দায়ের হওয়া ৭ অক্টোবর নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী নাশকতাকারী। যাহার মামলা নং-১৩।

[৫] গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সুতি খালপাড় এলাকায় অভিযান চালিয়ে রুহুল আমিন টিপুকে গ্রেপ্তার করা হয়। 'রুহুল আমিন টিপু' বিস্ফোরক ও নাশকতা মামলার পলাতক আসামি।

[৬] তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামি এই ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। এছাড়াও ইতিপূর্বে রাজধানীর কদমতলী, হাসনাবাদ, শনিরআখড়া, ধোলাইপাড়, যাত্রাবাড়ী, সায়দাবাদসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাড়ী, ভাংচুর, বাসে অগ্নি সংযোগসহ সকল প্রকার নাশকতামূলক  কার্যক্রমের সাথে সরাসরি জড়িত ছিল বলে জানা যায়।

[৭] গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়